ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ড যাচ্ছে ‘ব্লাইন্ড’ ক্রিকেট দল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
ইংল্যান্ড যাচ্ছে ‘ব্লাইন্ড’ ক্রিকেট দল

আগামী ১৮ আগস্ট ইংল্যান্ডের বার্মিংহামে শুরু হবে আইবিএস ওয়ার্ল্ড-২০২৩ গেমস। যেখানে অংশগ্রহণ করছে বাংলাদেশের ব্লাইন্ড ক্রিকেট দল।

দশ দিনব্যাপী এই আসরে বাংলাদেশ ছাড়াও খেলবে প্রতিবেশি দেশ ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। আসরটি শেষ হবে আগামী ২৭ আগস্ট।  

আজ (১৬ আগস্ট) বুধবার অলিম্পিক ভবনের অডিটোরিয়ামে এক সংবাদ সন্মোলন অনুষ্ঠিত হয়। সেখানে ক্রিকেট কাউন্সিল (বিবিসিসি) ভাইস চেয়ারম্যান ও সিইও নিদারুল আলম চৌধুরী এম. জে. এফ. বলেন, ‘আমরা আইবিএস ওয়ার্ল্ড গেমসে খেলতে যাচ্ছি। এ টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও আরো ৪টি দল যথাক্রমে- ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াও অংশগ্রহণ করেছে। ’ 

‘আমরা ভারতে অনুষ্ঠিত গত তৃতীয় ব্লাইন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেছি। এছাড়া আমরা গত ওয়ানডে বিশ্বকাপে ৪র্থ এবং নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টিতে তাদের মাটিতে ৫-০ ব্যবধানে হারিয়ে সিরিজ জয়ী হই। আমরা এবারের আসরে সর্বোচ্চ ফলাফল নিয়ে আসার চেষ্টা করব। ’

এবারের আসরে জন্য ২১ সদস্য বিশিষ্ট স্কোয়াড ঘোষণা করেছে বিবিসিসি। সেখানে ১৫ জন খেলোয়াড়, ১ জন ম্যানেজার, ১ জন প্রধান প্রশিক্ষক, ১ জন সহকারী প্রশিক্ষক কাম ফিজিও ও ৪ জন কর্মকর্তা রয়েছে।

আসরটি উপলক্ষে সহযোগিতা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সংস্থার খেলোয়াড়দের জন্য ১৭টি টিকিট সরবরাহ করেছে দেশের ক্রিকের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এ প্রসঙ্গে নিদারুল বলেন, ‘বিসিবি আমাদেরকে খেলোয়াড়, প্রশিক্ষক ও সহকারী প্রশিক্ষক কাম ফিজিও এর জন্য প্রায় ত্রিশ লক্ষ এক হাজার টাকা খরচ করে ১৭টি টিকিট সরবরাহ করেছে। বাকী ৪ জন কর্মকর্তা আসা- হাওয়াসহ যাবতীয় খরচ আমরা নিজের তহবিল থেকে বহন করছি। ’

অন্ধ ক্রিকেট দলের ১৫ সদস্যের মধ্যে চারজন পুরোপুরি অন্ধ। যাদেরকে বি-ওয়ান ক্যাটাগরিতে চিহ্নিত করা হয়েছে। এই ক্যাটাগরির খেলোয়াড়রা ১ রান করলে ২ রান হিসাবে গণ্য হবে। অন্ধ ক্রিকেট দলের চারজন খেলোয়াড় স্কোয়াডে থাকা বাধ্যতামূলক।  

বি-টু ক্যাটাগরির খেলোয়াড়রা ১০ গজের মধ্য দেখতে পারে- এমন অন্ধজনেই থাকবে। এ ক্যাটাগরিতে সর্বোচ্চ ৭জন খেলোয়াড় খেলতে পারবেন। আর বাকি সদস্যরা ১৫ গজ এবং ২৫ গজের দেখতে পারে এমন অন্ধ খেলোয়াড়রাই থাকবেন।  

আসর উপলক্ষে বুধবার রাত ১টা ৪০ মিনিটে আমিরাত ফ্লাইটে ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিবে বাংলাদেশ অন্ধ ক্রিকেট দল।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।