ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দোয়া চেয়ে বিজয় বললেন, ‘সেরাটা দেবো’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
দোয়া চেয়ে বিজয় বললেন, ‘সেরাটা দেবো’

কোথাও ছিলেন না এনামুল হক বিজয়। ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েও ৩২ জনের ক্যাম্পে জায়গা পাননি।

পরে তাকে রাখা হয়নি রিজার্ভ কিংবা আলাদাভাবে করা ক্যাম্পেও। অনেকটা আচমকাই এশিয়া কাপে সুযোগ পেয়ে গেছেন তিনি।

জ্বরের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে যান লিটন দাস। তার জায়গায় দলে নেওয়া হয়েছে বিজয়কে। বুধবার দুপুরে শ্রীলঙ্কার ক্যান্ডির উদ্দেশে দেশ ছেড়ে যান তিনি। বৃহস্পতিবার লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের এশিয়া কাপে প্রথম ম্যাচ। বিমানবন্দরে দেশবাসীর কাছে ভালো করতে দোয়া চেয়েছেন বিজয়।

তিনি বলেন, ‘আমার বেশি কিছু বলার নেই। শুধু এটুকুই বলব, প্রচুর ভালোবাসা ও দোয়া ছিল। যে কারণে আজকে হয়তো বাংলাদেশ দলে আবার সুযোগ পেয়েছি। আপনারা দোয়া রাখবেন। আমি ইনশাআল্লাহ্‌ চেষ্টা করব সেরাটা দেওয়ার। ’

বিজয়কে রাখা হয়েছিল বাংলা টাইগার্স ক্যাম্পে। জেমি সিডন্সের অধীনে সেখানে ভালো প্রস্তুতি নিয়েছেন বলে বিশ্বাস তার। তিনি বলেন, ’টাইগার্স ক্যাম্পে যেহেতু ছিলাম, (জেমি) সিডন্সের কোচিংয়ে ছিলাম। ভালো প্রস্তুতি হয়েছে। বাকিটা দেখি। সুযোগ যদি আসে, চেষ্টা করব। আপনারা দোয়া রাখবেন। ’

এখন অবধি ৪৪ ওয়ানডে ম্যাচ খেলে ৩০.৫৮ গড় ও ৭৪.১৫ স্ট্রাইক রেটে ১২৫৪ রান করেছেন বিজয়। এই ফরম্যাটে তিনটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি রয়েছে তার। গত বছর ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচে ১৪, ১১ ও ৮ রান করে দল থেকে বাদ পড়েন তিনি।  

যদিও ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে ১৬ ম্যাচ খেলে ৫৯.৫৭  গড় ও ৯৭.৩১ স্ট্রাইক রেট ৮৩৪ রান করেন। তিন সেঞ্চুরি করা এই ব্যাটার ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এরপরও প্রাথমিক ক্যাম্পে ডাক না পাওয়ায় আলোচনা তৈরি হয়েছিল। বিজয় এবার সুযোগ পেয়ে গেলেন এশিয়া কাপের স্কোয়াডেই।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।