ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

ক্রিকেট

পরের ম্যাচ জেতার জন্যই খেলবো : শান্ত

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
পরের ম্যাচ জেতার জন্যই খেলবো : শান্ত

এশিয়া কাপের শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে বড় হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে স্বাগতিকরা।

ব্যাটারদের দায়িত্ব নিতে না পারার পর বোলাররাও করতে পারেননি অসাধারণ কিছু। ১৬৪ রানে অলআউট হয়ে যাওয়া ম্যাচে হারতে হয়েছে ৫ উইকেটের ব্যবধানে।  

এবারের এশিয়া কাপে বেশ বড় স্বপ্ন নিয়েই খেলতে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু তাতে বড় ধাক্কাই খেতে হয়েছে তাদের। প্রথম পর্বের দ্বিতীয় ম্যাচে ৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে মাঠে নামবে আফগানিস্তানের বিপক্ষে। এশিয়া কাপে নিজেদের টিকিয়ে রাখতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের জন্য। এ ব্যাপারে আশাবাদী নাজমুল হোসেন শান্তও।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচশেষে শান্ত বলেন, ‘পরের ম্যাচ জেতার জন্যই খেলব। এরপর আসলে কী পরিস্থিতি দাঁড়াবে সেটা বোঝা যাবে। কিন্তু পরের ম্যাচ যখন খেলব জেতার জন্যই খেলব। আমরা শেষ দুটি টি-টোয়েন্টি ভালো খেলেছিলাম (আফগানিস্তানের বিপক্ষে)। ওয়ানডে সিরিজটি ভালো যায়নি। আমরা অতীতে কী হয়েছে এটা নিয়ে চিন্তিত না আমাদের দল খুবই ভালো। আমরা বিশ্বাস করি আমরা যদি আমাদের খেলাটা খেলতে পারি তাহলে অবশ্যই আফগানিস্তানের সঙ্গে ভালো করা সম্ভব। ’

শ্রীলঙ্কার বিপক্ষে শান্ত ছাড়া কোনো ব্যাটারই দায়িত্ব নিয়ে খেলতে পারেননি। ইনিংসের ৪২তম ওভারে মাহেশ থিকসেনার বলে বোল্ড হওয়ার আগে ৭ চারে ৮৯ রান করেন তিনি। সেঞ্চুরি মিস করার আক্ষেপ আছে কি না এমন প্রশ্নের উত্তরে শান্ত জানান, আক্ষেপ পুরো ইনিংস ব্যাট করতে না পারার।

শান্ত বলেন, ‘না আক্ষেপ নাই, আক্ষেপ একটাই আছে- যদি আমি পুরো ৫০ ওভার ব্যাটিং করতে পারতাম। এটা যদি করতে পারতাম ভালো লাগত। ’

‘আমরা এমন বোলিংয়ের বিপক্ষেও ভালো করে এসেছি। আজকে হয় নাই, আশা করি সামনের ম্যাচে ভালো হবে। উইকেট দেখে মনে হয়েছে আমাদের ব্যাটিং করা উচিত। আমরা সবাই ক্যাপ্টেন, কোচ একমত ছিলাম সিদ্ধান্তের ব্যাপারে। আমরা ভালো ব্যাটিং করিনি। আমি বলবো না উইকেট সহজ ছিল। কিন্তু আমরা চাইলে আরও ভালো ব্যাটিং করতে পারতাম। ’ৎ

বাংলাদেশ সময় : ২২১২ ঘণ্টা, ১ সেপ্টেম্বর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।