ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

ক্রিকেট

হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় পাকিস্তানের নোমান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় পাকিস্তানের নোমান বল হাতে হ্যাটট্রিক করে ইতিহাসে নাম তুলেছেন পাকিস্তানের স্পিনার নোমান আলি/সংগৃহীত ছবি

ওয়েস্ট ইন্ডিজকে টানা দ্বিতীয় টেস্টে নাকানি চুবানি খাওয়াচ্ছেন পাকিস্তানি স্পিনাররা। বাঁহাতি স্পিনার নোমান আলি একাই হ্যাটট্রিকসহ নিয়েছেন ৬ উইকেট।

সেই সঙ্গে ইতিহাসেও নাম লিখিয়েছেন নোমান।

মুলতান ক্রিকেট স্টেডিয়ামের আজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৬৩ রান অলআউট করে দেয় পাকিস্তান। সফরকারীদের এই বিপর্যয়ের কারণ পাকিস্তানের নোমান আলি। ৪১ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। ক্যারিবীয় ইনিংসের দ্বাদশ ওভারে হ্যাটট্রিকের দেখা পান তিনি। একে একে বিদায় করেন জাস্টিন গ্রেইভস, টেভিন ইমলাক ও কেভিন সিনক্লেয়ারকে।

হাটট্রিক করে নতুন ইতিহাস গড়েছেন নোমান। টেস্টে প্রথম পাকিস্তানি স্পিনার হিসেবে হ্যাটট্রিক করলেন তিনি। পাকিস্তানের জার্সিতে এর আগে টেস্টে হ্যাটট্রিক ছিলো মোট পাঁচটি; যার মধ্যে ওয়াসিম আকরাম দুটি, আব্দুল রাজ্জাক, মোহাম্মদ সামি ও নাসিম শাহর একটি করে। তারা প্রত্যেকেই ছিলেন পেসার।

টেস্ট ইতিহাসে বয়স্ক ক্রিকেটার হিসেবেও হ্যাটট্রিক করেছেন নোমান। আজকে হ্যাটট্রিক করার সময় তার বয়স ৩৮ বছর ১১০ দিন। এই তালিকায় তার আগে আছেন কেবল শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার সময় তার বয়স ছিল ৩৮ বছর ১৩৯ দিন।  

মুলতান টেস্টের প্রথম দিন লাঞ্চের আগেই ৬ উইকেট তুলে নেন নোমান। ছেলেদের টেস্টে মাত্র ষষ্ঠ বোলার হিসেবে প্রথম দিনের প্রথম সেশনে ৬ বা তার বেশি উইকেট পাওয়ার কীর্তি গড়লেন তিনি। তবে স্পিনার হিসেবে নোমানই প্রথম, পাকিস্তানি বোলারদের মধ্যেও তার আগে কেউ এই কীর্তিতে নাম লেখাতে পারেনি।

নোমানের রেকর্ড গড়া বোলিংয়ের পরও ওয়েস্ট ইন্ডিজ দেড়শ ছাড়ায় গুডাকেশ মোতি (৫৫), কেমার রোচ (২৫) ও জোমেল ওয়ারিকান (৩৬) রানের দেখা পেলে। পাকিস্তানের বোলারদের মধ্যে সাজিদ খান নেন ২ উইকেট। আর কাশিফ আলি ও আবরার আহমেদ নেন ১টি করে উইকেট।

জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ২৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮০ রান করেছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনো ৮৩ রানে পিছিয়ে আছে তারা।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।