ঢাকা, বুধবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শান্ত-মিরাজ জুটিই এখন সবার সেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৩
শান্ত-মিরাজ জুটিই এখন সবার সেরা

ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ছিল হতাশার হার। তবে লাহোরে বাংলাদেশ প্রথম ইনিংসে পেয়েছে ৩৩৪ রানের বড় সংগ্রহ।

নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ দুজনেই পেয়েছেন সেঞ্চুরির দেখা।  

সঙ্গে ১৯০ বলে ১৯৪ রানের অপরাজিত জুটি গড়েছেন মিরাজ ও শান্ত। যেই জুটিতে হয়েছে বেশ কিছু রেকর্ড। তাদের ১৯৪ রানের জুটিটিই এখন এশিয়া কাপে দেশের ইতিহাসে সর্বোচ্চ। এত দিন ওয়ানডে এই টুর্নামেন্টে সর্বোচ্চ জুটির মালিক ছিলেন ইমরুল কায়েস ও জুনায়েদ সিদ্দিকী।

পাকিস্তানের বিপক্ষে ২০১০ সালে তারা ১৬০ রানের জুটি গড়েছিলেন। তৃতীয় উইকেটে ১৯০ বলে ১৯৪ রানের জুটিতে নতুন রেকর্ড গড়েছেন মিরাজ-শান্ত। সেঞ্চুরি করার কিছুক্ষণ বাদে মুজিব উর রহমানকে ছক্কা হাঁকাতে গিয়ে হাতে ব্যথা পান মিরাজ। মাঠ ছেড়ে যাওয়ায় তিনি জুটিটি থেকেছে অবিচ্ছিন্ন।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে এশিয়া কাপে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডও গড়েছে বাংলাদেশ। এশিয়া কাপে বাংলাদেশের আগের সর্বোচ্চ ছিল ৩ উইকেটে ৩২৬ রান। আফগানাদের বিপক্ষে লাহোরে ৫ উইকেট হারিয়ে করেছে ৩৩৪ রান।

বাংলাদেশ সময় : ২১৩৪ ঘণ্টা, ৩ সেপ্টেম্বর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।