সতর্ক শুরুর পর প্রথম উইকেট হারাল পকিস্তান। শরিফুলের বলে এলবিডব্লিউর ফাঁদে পরে সাজ ঘরের পথ ধরেছেন ফখর জামান (২০)।
বাংলাদেশের দেয়া ১৯৪ রানের লক্ষ্যে বাট করতে নেমে শুরুটা ধীরস্থির ভাবেই করেছিলেন দুই ওপেনার ফখর জামান এবং ইমাম উল হক। নবম ওভারের প্রথম বলেই ফখরকে ফেরান শরিফুল।
ফুললেংথ বলটি একটু মুভমেন্টে ভেতরের দিকে ঢুকছিল সেটি। ফ্লিকের চেষ্টা ব্যর্থ হয়েছে ফখর জামান। প্যাডে আঘাত করেছে সেটি, আম্পায়ার ল্যাংটন রুজেরে বেশ খানিকটা সময় নিয়ে দিয়েছেন এলবিডব্লিউ। ফখর রিভিউ করেছিলেন, কিন্তু কাজে আসেনি সেটি। বল ট্র্যাকিং তিনটি মানদণ্ডেই দেখিয়েছে লাল। শরীফুল প্রথম ব্রেকথ্রু এনে দিলেন বাংলাদেশকে, প্রথম পাওয়ারপ্লের শেষ ওভারে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১১ ওভারে এক উইকেট হারিয়ে ৪৪ রান। ইমাম উল হক ১৮ এবং বাবর আজম ৫ রানে ব্যাটিং করছেন।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর, ২০২৩
এআর