ঢাকা, বুধবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কায় পৌঁছেছেন সাকিবরা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
শ্রীলঙ্কায় পৌঁছেছেন সাকিবরা ফাইল ছবি

এশিয়া কাপে বাংলাদেশকে বেশ দৌড়ঝাঁপের মধ্যে দিয়েই যেতে হয়েছে। শ্রীলঙ্কায় তাদের বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচ খেলে গিয়েছিল।

এরপর পাকিস্তানে গিয়ে আফগানিস্তানের বিপক্ষে খেলে আরেক ম্যাচ। সুপার ফোর নিশ্চিত হওয়ার পর সেখানেই পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচটি খেলে বাংলাদেশ।

এই পর্বের পরের দুই ম্যাচ খেলতে আবারও শ্রীলঙ্কায় ফিরেছেন সাকিব আল হাসানরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কলম্বোয় পৌঁছান তারা। শহরের প্রেমাদাসা স্টেডিয়ামে ৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ, ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচও হবে এখানে।  

শ্রীলঙ্কা ম্যাচকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যা থেকে প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলন করবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এশিয়া কাপের ফাইনালে যেতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। এই শ্রীলঙ্কানদের কাছে হেরেই এশিয়া কাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ।  

পরে আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নেয় বাংলাদেশ। কিন্তু এই পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সাত উইকেটে হেরে গেছে তারা। এখন ফাইনাল খেলতে সুপার ফোরের বাকি দুই ম্যাচে শ্রীলঙ্কা ও ভারতকে হারাতেই হবে।  

বাংলাদেশ সময় : ১৭৪১ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।