ঢাকা, বুধবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশি আম্পায়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
বিশ্বকাপে ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশি আম্পায়ার

অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। ২০ জনের এই তালিকায় একমাত্র বাংলাদেশি আম্পায়ার হিসেবে ঠাঁই করে নিয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন তিনি।

ম্যাচ অফিসিয়ালদের মধ্যে আম্পায়ার হিসেবে আছেন ১৬ জন। যেখানে এলিট প্যানেল থেকে ১২ জন ও ইমার্জিং প্যানেল থেকে চারজনকে নেওয়া হয়েছে। সৈকত ইমার্জিং প্যানেলের সদস্য হিসেবে জায়গা করে নিয়েছেন। এখন পর্যন্ত ৮৫ ওয়ানডেতে দায়িত্ব পালন করেছেন এই আম্পায়ার। প্রথম বাংলাদেশি হিসেবে এবার বিশ্বকাপে ইতিহাস গড়তে যাচ্ছেন তিনি। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ ও যুব বিশ্বকাপে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে তার। তবে ছেলেদের বিশ্বকাপে এবারই প্রথম।

শুধুমাত্র লিগপর্বের ম্যাচের জন্য অফিসিয়ালদের তালিকা দিয়েছে আইসিসি। সেমিফাইনাল ও ফাইনালের তালিকা পরে দেবে তারা।

বিশ্বকাপে ম্যাচ অফিসিয়ালদের তালিকা

আম্পায়ার: ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, মারাইস এরাসমুস, ক্রিস গ্যাফানি, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড কেটেলবোরো, নিতিন মেনন, আহসান রাজা, পল রাইফেল, শরফুদ্দৌলা ইবনে শহীদ, রড টাকার, অ্যালেক্স হোয়ার্ফ, জোয়েল উইলসন ও পল উইলসন।

রেফারি: জেফ ক্রো, অ্যান্ডি পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।