ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিজেকে প্রমাণে ব্যর্থ রিয়াদ, মুমিনুল-সোহানরা জেতালেন দলকে

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
নিজেকে প্রমাণে ব্যর্থ রিয়াদ, মুমিনুল-সোহানরা জেতালেন দলকে

দীর্ঘ বিরতি কাটিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ নেমেছিলেন জাতীয় দলের অনুশীলন জার্সি গায়ে। আগ্রহেরও তাই কমতি ছিল না এমনিতে।

তবে প্রত্যাশা মেটাতে পারেননি তিনি। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ৩৯ বলে ২৬ রান করেছেন রিয়াদ। তার দল অবশ্য জয় পেয়েছে। জাকির হাসান ও শাহাদাৎ হোসেন দীপুর জোড়া ফিফটিতে বেশ ভালো সংগ্রহই পেয়েছিল এশিয়ান গেমস স্কোয়াড। তবে মুমিনুল হক, নুরুল হাসান সোহানের ব্যাটে চড়ে ওই রান টপকে গেছে বাংলাদেশ টাইগার্স।  

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয় এশিয়ান গেমস স্কোয়াড ও বাংলাদেশ টাইগার্স। এ ম্যাচে ৪ উইকেটে জিতেছে সোহানের নেতৃত্বের টাইগার্স। শুরুতে ব্যাট করতে নেমে ২৭২ রানের সংগ্রহ পায় সাইফ হাসানের এশিয়ান গেমস স্কোয়াড। জবাব দিতে নেমে ৪৩ ওভার দুই বল খেলে লক্ষ্যে পৌঁছে যায় তারা।

শুরুতে ব্যাট করতে নেমে ৪০ রানের উদ্বোধনী জুটি পায় এশিয়ান গেমস স্কোয়াড। ১৯ বলে ৪ চারে ১৮ রান করে আউট হয়ে যান পারভেজ হোসেন ইমন। আরেক উদ্বোধনী ব্যাটার জাকির হাসানের সঙ্গে ১২৯ রানের জুটি গড়েন শাহাদাৎ হোসেন দীপু। তারা হাফ সেঞ্চুরি করেন, সেঞ্চুরি থেকে ১৬ রান দূরে থাকতে আউট হন দুজনেই।

৯৪ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৯৪ বলে ৮৪ রান করেন জাকির হাসান, ৬ চারে ৯০ বলে ৮৪ রান আসে দীপুর ব্যাট থেকে। শেষদিকে নেমে এশিয়ান গেমস স্কোয়াডের হয়ে ১১ বলে ২২ রান করেন ইয়াসির আলি রাব্বি, ১৪ বলে ২৩ রান আসে মৃত্যুঞ্জয়ের ব্যাট থেকে। টাইগার্সের হয়ে ৯ ওভারে ৫৭ রান দিয়ে চার উইকেট নেন খালেদ আহমেদ। ১০ ওভারে ৩৫ রান দিয়ে এক উইকেট পান নাঈম হাসান।  

জবাব দিতে নেমে ২০ বলে ১০ রান করে আউট হয়ে যান টাইগার্সের ওপেনার রনি তালুকদার। আরেক উদ্বোধনী ব্যাটার সৌম্য সরকার ৪ চার ও ১ ছক্কায় ৪৬ বলে ৪০ রান করেন। বড় রান আসে তিনে খেলতে নামা মুমিনুল হকের ব্যাটে। ৭৬ বলে ৭৬ রান করেন তিনি।  

এদিন চার নম্বরে ব্যাট করতে নামেন আলোচিত মাহমুদউল্লাহ রিয়াদ। দলের রান তখন ছিল ৮৭। রিয়াদ অবশ্য বড় রান করতে পারেননি। ২ চারের ইনিংসে ৩৯ বলে ২৬ রান করে রিশাদ হাসানের বলে সাইফ হাসানের হাতে ক্যাচ দেন তিনি।  

তবে তাতে টাইগার্সের জিততে কোনো সমস্যা হয়নি। ৪৫ বলে ৬৫ রান করে সোহান ও শেষদিকে ৩৫ বলে ৩৯ রান করে ইরফান শুক্কুর দলকে জয় এনে দেন। এশিয়ান গেমস স্কোয়াডের হয়ে তানভীর ইসলাম দুটি ও রিপন মণ্ডল নিয়েছেন তিন উইকেট।  

বাংলাদেশ সময় : ১৮৩৭ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
এমএইচবি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।