ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে র‍্যাংকিংয়ের আটে নেমে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
ওয়ানডে র‍্যাংকিংয়ের আটে নেমে গেল বাংলাদেশ

২০২৩ এশিয়া কাপে নিজের শেষ ম্যাচে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তবে এর আগে দুঃসংবাদ পেল টাইগাররা।

নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডের র‍্যাংকিংয়ে এক ধাপ নিচে নেমে গেছে সাকিববাহিনী।

ওয়ানডে র‍্যাংকিংয়ে দীর্ঘদিন সপ্তম স্থান ধরা রেখেছিল বাংলাদেশ। কিন্তু এশিয়া কাপে ব্যর্থতার কারণে আইসিসির সর্বশেষ প্রকাশিত র‍্যাংকিংয়ে দলটির অবস্থান অষ্টম স্থানে। ৩২ ম্যাচে তাদের রেটিং পয়েন্ট ৯২। সাতে উঠে আসা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৯৩। তবে লঙ্কানদের চেয়ে ৫ ম্যাচ কম খেলেছে টাইগাররা (৩২)।

এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে পাওয়া ওই জয়ে সুপার ফোর পর্বে খেলার সুযোগ পান সাকিব-মুশফিকরা। কিন্তু এই পর্বে পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দলের কাছেই হেরে গেছে বাংলাদেশ। এর প্রভাবেই র‍্যাংকিংয়ে এক ধাপ নেমে গেছে দলটি।

ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষ তিনেও এসেছে পরিবর্তন। ২৬ ম্যাচে ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই শীর্ষে আছে অস্ট্রেলিয়া। তবে সুপার ফোরে ভারত ও শ্রীলঙ্কার কাছে হেরে তিনে নেমে গেছে পাকিস্তান। গতকাল লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে ১১৮ রেটিং নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিল পাকিস্তানিরা। হারের পর তারা তিন পয়েন্ট খুইয়ে ১১৫ রেটিং নিয়ে তিনে নেমে গেছে।

তালিকার দুইয়ে অবস্থান ভারতের। ৩৯ ম্যাচে ১১৬ রেটিং নিয়ে তালিকার তিন থেকে একধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছে রোহিত শর্মার দল। এছাড়া নবম স্থানে আছে আফগানিস্তান এবং দশে অবস্থান ওয়েস্ট ইন্ডিজের। জিম্বাবুয়ে একাদশ ও স্কটল্যান্ড আছে দ্বাদশ স্থানে।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।