ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথম দুই ওয়ানডেতে থাকছেন না হাথুরু

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
প্রথম দুই ওয়ানডেতে থাকছেন না হাথুরু

বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। এই সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে প্রথম সারির ক্রিকেটারদের।

প্রথম দুই ওয়ানডেতে দলের সঙ্গে থাকছেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও।  

স্ত্রীর অস্ত্রোপচারের সময় তার পাশে থাকতে কিউইদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে তার না থাকার বিষয়টি জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। মঙ্গলবার তিনি জানান, হাথুরুর অবর্তমানে দলের হেড কোচের ভূমিকা পালন করবেন সহকারী কোচ নিক পোথাস।

তৃতীয় ও শেষ ওয়ানডের আগে আগামী ২৬ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন হাথুরু। এশিয়া কাপ শেষে কলম্বো থেকে অস্ট্রেলিয়ার নিউসাউথ ওয়েলসে গেছেন হাথুরু। আগামী কয়েকদিন পরিবারের সঙ্গে সেখানেই থাকবেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে থাকবেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, নেতৃত্ব দেবেন লিটন দাস।

আগামী ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচগুলো। এ সিরিজ খেলতে ইতোমধ্যে বাংলাদেশে পা রেখেছে নিউজিল্যান্ড দল, তারাও দ্বিতীয় সারির দল নিয়েই এসেছে।  

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।