ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এক ম্যাচ নিষিদ্ধ পূজারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
এক ম্যাচ নিষিদ্ধ পূজারা

ভালো ফর্মে থাকলেও জাতীয় দলে তেমন জায়গা পেতেন না চেতেশ্বর পূজারা। যে কারণে দেশ ছেড়ে তিনি এখন মাতাচ্ছেন কাউন্টি ক্রিকেট।

সেখানে সাসেক্সের হয়ে নেতৃত্ব পালন করছেন এই ব্যাটার। আর অধিনায়ক হওয়ার কারণে অপরাধ না করেও এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হয়েছে তাকে।

লেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষ ব্যাটারকে আউট করে তাকে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত করেছিলেন পূজারার দল সাসেক্সের টম হেইন্স। এর আগেও একটি ম্যাচে হেইন্স একই আচরণ করায় তাকে সতর্ক করা হয়েছিল। এ ছাড়া লেস্টারের বিপক্ষে ম্যাচে আরেক দোষী ক্রিকেটার জ্যাক কারসন প্রতিপক্ষ ব্যাটারকে রান নিতে বাধা দিয়েছিলেন। ম্যাচ জয়ের পরও সাসেক্সের ক্রিকেটাররা প্রতিপক্ষের সঙ্গে ঝামেলায় জড়ান।

আম্পায়ারদের অভিযোগের ভিত্তিতে কাউন্টি ক্রিকেট অ্যাসোসিয়েশন সাসেক্সের বিরুদ্ধে ব্যবস্থ গ্রহণ করেছে। দলের ১২ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। এতে কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ডিভিশনে তিন নম্বর থেকে পাঁচে নেমে গেল সাসেক্স।

এছাড়া দলের অধিনায়ক হওয়ায় পূজারাকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। ডার্বিশায়ারের বিপক্ষে ম্যাচটিতে পূজারা খেলতে পারবেন না। সেটাই ছিল এবারের কাউন্টিতে তার শেষ ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।