ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নাসুমের দুই উইকেটের পর আবারও বৃষ্টির হানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
নাসুমের দুই উইকেটের পর আবারও বৃষ্টির হানা

বল হাতে নেওয়ার পর দুর্দান্ত বোলিংয়ে ভয় জাগাচ্ছিলেন নিউজিল্যান্ড ব্যাটারদের মনে। কিন্তু পাচ্ছিলেন না উইকেটের দেখা।

অবশেষে নাসুম আহমেদ ঝুলিতে পড়লেন উইকেট। একটি নয় দুটি, নিজের সপ্তম ওভারে উইল ইয়াং ও রাচিন রবীন্দ্রকে শিকার করেন বাঁহাতি এই স্পিনার।  

একপ্রান্ত আগলে রেখে ভালো এগোচ্ছিলেন ইয়াং। তুলে নেন ক্যারিয়ারের সপ্তম ফিফটি। কিন্তু এরপর ইনিংস দীর্ঘ করতে পারেননি তিনি। নাসুমের বলে ধোঁকা খেয়ে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের স্টাম্পিংয়ের শিকার হন ডানহাতি এই ব্যাটার। এর আগে ৯১ বলে ৪ চার ও ১ ছক্কায় ৫৮ রান করেন তিনি। এক বল পর নতুন আসা ব্যাটার রাচিনকে (০) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন নাসুম। প্রথমে আম্পায়ার সাড়া না দিলেও রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ। এর কিছুক্ষণ পরই হানা দেয় বৃষ্টি।  এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান করেছে নিউজিল্যান্ড। টম ব্লান্ডেল ৮ ও কোল ম্যাকনি ব্যাট করছেন ৮ রানে।  

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। কিন্তু ৪ ওভার ৩ বল হওয়ার পর ম্যাচ বন্ধ থাকে দুই ঘণ্টারও বেশি সময়। বৃষ্টি আসার আগপর্যন্ত কিউই ওপেনারদের ভালোই চাপে রেখেছিলেন দুই পেসার তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।  বৃষ্টির থামার পর খেলা কমে দাঁড়ায় ৪২ ওভারে।  

ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলে অ্যালেনকে শিকার করেন মোস্তাফিজ। সোহানের হাতে ক্যাচ দেওয়ার আগে ২০ বলে ১ চারে ৯ রান অ্যালেন। এরপর নবম ওভারের দ্বিতীয় বলে আবারও হানা দেন মোস্তাফিজ। তার লেংথ ডেলিভারিতে খোঁচা মেরে সোহানকে ক্যাচ ১ রান করা বাউস।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। কিন্তু ৪ ওভার ৩ বল হওয়ার পর ম্যাচ বন্ধ থাকে দুই ঘণ্টারও বেশি। বৃষ্টি আসার আগপর্যন্ত কিউই ওপেনারদের ভালোই চাপে রেখেছিলেন দুই পেসার তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান। বৃষ্টির থামার পর খেলা কমে দাঁড়ায় ৪২ ওভারে।  

ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলে ফিন অ্যালেনকে শিকার করেন মোস্তাফিজ। সোহানের হাতে ক্যাচ দেওয়ার আগে ২০ বলে ১ চারে ৯ রান অ্যালেন। এরপর নবম ওভারের দ্বিতীয় বলে আবারও আঘাত হানেন মোস্তাফিজ। তার লেংথ ডেলিভারিতে খোঁচা মেরে সোহানকে ক্যাচ ১ রান করা বাউস।  

সেই চাপ সামলে ঘুরে দাঁড়িয়েছিল নিউজিল্যান্ড। ইয়াং-নিকোলসের জুটি শতরান পেরোনোর আগেই আবারও বাংলাদেশকে ম্যাচে ফেরান মোস্তাফিজ। এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে পাঠান ৪৪ রান করা নিকোলসকে। তাতে ভাঙে ৯৭ রানের জুটি।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩

এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।