ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে সব সংস্করণের চূড়ায় ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে সব সংস্করণের চূড়ায় ভারত

গতকাল মোহালিতে প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে যায় ভারত। এই জয়ে পাকিস্তানকে টপকে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান তারা।

একইসঙ্গে দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসেবে সব সংস্করণের চূড়ায় ওঠার কীর্তি লাভ করে দলটি।  

১১৬ পয়েন্ট নিয়ে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে রয়েছে দলটি। এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে পাকিস্তান। আর তিনে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১১। ফলে তিন ম্যাচ সিরিজের পরবর্তী দুই ম্যাচে ভারতকে হারালেও শীর্ষে উঠতে পারবে না দলটি। এক্ষেত্রে অবশ্য ভারত শীর্ষস্থান হারাবে। পাকিস্তান আবার চূড়ায় আরোহন করবে।  

এশিয়া কাপে দারুণ পারফরম্যান্স দেখায় ভারত। তখন চূড়ায় থাকা পাকিস্তান বিদায় নিতে হয় সুপার ফোর থেকেই। এদিকে ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতে নেয় ভারত। এতেই তাদের শীর্ষে ওঠার পথ পরিস্কার হয়ে যায়। আর অস্ট্রেলিয়াকে প্রথম ওয়ানডেতে হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় রোহিত শর্মার দল।  

২০১২ সালে প্রথমবারের মতো সব সংস্করণের শীর্ষে ওঠে দক্ষিণ আফ্রিকা। ক্রিকেট ইতিহাসের তাদের রেকর্ড ভেঙে দ্বিতীয়বারর মতো এই কীর্তি অর্জন করে ভারত।  

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।