ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সোধিকে রান আউট করলেন হাসান, ফিরিয়ে এনে লিটনের ‘উদারতা’

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
সোধিকে রান আউট করলেন হাসান, ফিরিয়ে এনে লিটনের ‘উদারতা’

বিতর্কিত হলেও নন স্ট্রাইকে রান আউট ক্রিকেটীয় আইনে বৈধ। তবে বাংলাদেশের কোনো বোলার এতদিন এভাবে কাউকে আউট করেননি।

এবার সেই ইতিহাস বদলে গেল। কিন্তু আউট করেও প্রতিপক্ষ ব্যাটারকে ফিরিয়ে আনার মতো ‘উদারতা’ দেখালেন টাইগারদের ওয়ানডে দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের পেসারদের তোপের মুখে পড়ে কিউই ব্যাটাররা। ৪৫তম ওভার পর্যন্ত ২১৮ রান তুলতে ৮ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। পরের ওভারেই ঘটে মানকাডিংয়ের ঘটনা।  

হাসান মাহমুদ ওভারের পঞ্চম বলটি করার ঠিক আগে নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা ইশ সোধিকে ক্রিজ ছেড়ে বেরিয়ে যেতে দেখেন এবং বল ডেলিভারি না দিয়ে স্ট্যাম্প ভেঙে দেন। আম্পায়ারের কাছে রানআউটের আবেদন জানালে সিদ্ধান্তের জন্য আম্পায়ার এরামমাস তৃতীয় আম্পায়ারের কাছে পাঠান।  

রিপ্লেতে দেখা যায়, বল ডেলিভারির ঠিক আগে ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন সোধি। ফলে স্বাভাবিকভাবেই আউটের সিদ্ধান্ত আসে। মানকাডিংয়ের শিকার হয়ে ব্যাট বগলদাবা করে মাঠে ছাড়ছিলেন কিউই লোয়ার অর্ডার ব্যাটার। কিন্তু আম্পায়ারের সঙ্গে আলোচনা করে সোধিকে ফিরে আসার আমন্ত্রণ জানান লিটন দাস। তার ডাকে ফিরেও আসেন সোধি এবং বোলারের সঙ্গে হাসতে হাসতে গলা মেলাতে দেখা যায় তাকে। দর্শকও তুমুল হাততালির মাধ্যমে তাকে স্বাগতও জানায়।

মানকাডিং আউট হওয়ার সময় ১৭ রানে ব্যাট করছিলেন সোধি। ফিরে আসার পর আরও ১৮ রান যোগ করেন। ইনিংসের ৪৯তম ওভারের দ্বিতীয় বলে খালেদ আহমেদের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সোধি। তবে তার ৩৯ বলে ৩৫ রানের ইনিংসটির কল্যাণেই শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে সব উইকেট হারিয়ে ২৫৪ রান সংগ্রহ করে কিউইরা।  

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।