ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের আগে হাসারাঙ্গাকে নিয়ে অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
বিশ্বকাপের আগে হাসারাঙ্গাকে নিয়ে অনিশ্চয়তা

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন নেই। অথচ এমন সময় দলের অন্যতম প্রধান তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা।

হ্যামস্ট্রিংয়ের চোটে এই স্পিনারের বিশ্বকাপ খেলাই অনিশ্চিত হয়ে পড়েছে।

গত মাসে লঙ্কান প্রিমিয়ার লিগের প্লে-অফের ম্যাচে খেলার সময় হ্যামস্ট্রিং গ্রেড-থ্রি ছিঁড়ে যায় হাসারাঙ্গার। এ কারণে গত এশিয়া কাপেও খেলা হয়নি তার। এমনকি অস্ত্রোপচারও প্রয়োজন হতে পারে তার। এমনটা হলে কয়েক সপ্তাহ বাইরে থাকতে হবে তাকে।

দলের প্রধান বোলিং অস্ত্রকে নিয়ে এখনই হাল ছাড়তে রাজি নয় শ্রীলঙ্কা। এশিয়া কাপ থেকে ছিটকে পড়ার পর বিশ্বকাপে খেলার লক্ষ্যে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আছেন তিনি। তবে তার অবস্থার উন্নতি হয়নি। বরং অবনতির দিকেই যাচ্ছে।  

হাসারাঙ্গার সবশেষ অবস্থা সম্পর্কে শ্রীলঙ্কা দলের মেডিক্যাল প্যানেলের প্রধান অর্জুনা ডি সিলভা বলেছেন, ‘হাসারাঙ্গার অস্ত্রোপচার দরকার রয়েছে কি না, তা দেখা হচ্ছে। যদি অস্ত্রোপচার করাতেই হয় তাহলে কম করে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে। এই মুহূর্তে পরিস্থিতি খুব একটা ভালো নয়। ওর বিশ্বকাপে খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। '

আগামী ৭ অক্টোবর দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে লঙ্কানরা। এর আগে হাসারাঙ্গাকে পেতে সবরকম চেষ্টা করছে তারা। কারণ দলটির বোলিং আক্রমণে এই ২৬ বছর বয়সী স্পিনার অন্যতম ভরসা। গত দুই টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার ছিলেন তিনি। এছাড়া বছরের শুরুর দিকে জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইপর্বেও সবচেয়ে বেশি উইকেট ছিল তার।

বাংলাদেশের পাশাপাশি এখন পর্যন্ত বিশ্বকাপের দল ঘোষণা করেনি শ্রীলঙ্কা। আগামী ২৮ সেপ্টেম্বর ১৫ সদস্যের চূড়ান্ত দল দেওয়ার শেষ তারিখ। এর আগেই হাসারাঙ্গাকে পাওয়ার চেষ্টা করছে লঙ্কানরা।

বাংলাদেহ সময়: ১৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।