ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

পাপনের ডাকে বিসিবিতে মাশরাফি

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
পাপনের ডাকে বিসিবিতে মাশরাফি

বিশ্বকাপের আগ মুহূর্তে বাংলাদেশ দল নিয়ে দেখা দিয়েছে নানা ধরনের জটিলতা। একদিন পরই ভারতের উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে দলের।

কিন্তু এখনও ঘোষণা হয়নি বিশ্বকাপের স্কোয়াড। এর মধ্যেই গুঞ্জন, নেতৃত্ব ছেড়ে দিতে চাচ্ছেন সাকিব আল হাসান।  

সবমিলিয়ে এক জটিল পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর মধ্যে মঙ্গলবার মিরপুরের বিসিবি কার্যালয়ে এসেছেন মাশরাফি বিন মুর্তজা। জানা গেছে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ডাকে সাড়া দিয়েই এসেছেন সাবেক এই অধিনায়ক।  

বিশ্বকাপ স্কোয়াড এখনও চূড়ান্ত হয়নি। তামিম ইকবাল বোর্ডকে জানিয়েছেন, পুরোপুরি ফিট নন তিনি। তাকে খেলানো নিয়ে দোটানায় আছে বিসিবি। তিনি বিশ্বকাপ দলে থাকবেন না, এমন গুঞ্জনও রয়েছে।  

সাকিব নেতৃত্ব ছেড়ে দেবেন, এমন কথা এশিয়া কাপের পরই বোর্ডকে জানিয়েছিলেন তিনি। তখন কারণ হিসেবে মানসিকভাবে ঠিকঠাক নেই, এমন কারণ জানিয়েছিলেন তিনি। হতাশ ছিলেন এশিয়া কাপে দলের পারফরম্যান্স ও বিশ্বকাপে ভালো করার সম্ভাবনা নিয়েও।  

তবে শেষ মুহূর্তে সাকিবকে নেতৃত্বে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। এ নিয়ে সভাপতি পাপনের বাসায় গতকাল রাতে লম্বা বৈঠকও হয়েছে। এসব নানা ইস্যু সমাধানেই মাশরাফির দ্বারস্থ হয়েছে বোর্ড।  

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।