ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবের চোট নিয়ে সমর্থকদের ‘বাড়াবাড়িতে’ বিরক্ত মাশরাফি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
সাকিবের চোট নিয়ে সমর্থকদের ‘বাড়াবাড়িতে’ বিরক্ত মাশরাফি

তামিম-সাকিব ইস্যুতে কয়েকদিন ধরেই সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। এরমধ্যেই শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল প্রস্তুতি ম্যাচের আগের দিন অনুশীলনে চোট পান বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

এ কারণে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।  

বিষয়টি টাইগারদের জন্য দুশ্চিন্তার কারণ হলেও দেশের ক্রিকেটভক্তদের এক অংশ এতে উচ্ছ্বাস প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে চোখ ফেললেই নজরে পড়বে, চোট পাওয়ায় সাকিবকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়ার দাবি তুলছেন কেউ কেউ। অনেকে আবার তামিমের বাদ পড়ার প্রসঙ্গ তুলে সাকিবকে ধুয়ে দিচ্ছেন।  

সমর্থকদের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘সাকিবের ইনজুরি ছিল, তাই আজ খেলতে পারেনি। দোয়া করি, সে দ্রুত সুস্থ হয়ে উঠুক। কিন্তু অনেকেই দেখলাম লিখছে বা বলছে, তার যেহেতু ইনজুরি, তাহলে কী সে খেলবে নাকি বসে থাকবে! আবার অনেকে লিখছেন, তার যেহেতু ইনজুরি, তাহলে দল থেকে বের করে দেওয়া উচিত।

সমর্থকদের এমন আচরণকে অসুস্থতার সঙ্গে তুলনা করে 'নড়াইল এক্সপ্রেস' খ্যাত এই পেসার আরও লিখেছেন, ‘এটা কী কোনও কথা হলো? এ কী অসুস্থতা...! এ কোন প্রজন্মকে দেখছি আমরা, কোন চিন্তা নিয়ে তারা বড় হচ্ছে? মনে এত হিংসার চাষ করে তারা নিজেদের জীবনেই বা কী অর্জন করবে...!’

ভক্ত-সমর্থকদের প্রতি বিশ্বকাপ দলের পাশে থাকার অনুরোধ জানিয়েছে তিনি লিখেছেন, ‘এটা কী কোনো একজনের দল, নাকি আমাদের দেশের দল? শুধু সাকিব নয়, ওরা সবাই আমাদের দেশের প্রতিনিধি। আমাদের বিশ্বকাপ স্বপ্নের ধারক ওরা। কারো প্রিয় ক্রিকেটার থাকবে না, কারও প্রিয় ক্রিকেটার হয়তো প্রত্যাশামতো পারফর্ম করবে না। কিন্তু দলটা তো আমাদের সবার। এটাই মনে রাখা উচিত...। বিশ্বকাপে দলের পাশে থাকা আর ওদেরকে বিশ্বাস জোগানো এখন সবচেয়ে জরুরি। ’

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।