ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলির ক্ষেপাটে উদযাপন এখন অতীত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
কোহলির ক্ষেপাটে উদযাপন এখন অতীত

আগ্রাসনের অপর নাম যেন বিরাট কোহলি। ব্যাটিং হোক বা ফিল্ডিং- সবসময়ই তাকে দেখা গেছে আক্রমণাত্মক ভঙ্গিমায়।

কিন্তু গত কিছুদিন ধরে যেন সেই কোহলিকে কিছুটা ব্যতিক্রম দেখাচ্ছে। এমনও দেখা গেছে কোনো ভারতীয় বোলার উইকেট পেলে সবচেয়ে বেশি খুশি হতেন তিনি। উদযাপনে থাকতো ক্ষেপাটে ভাব।

সেসব এখন অতীত বলেই জানিয়েছেন কোহলি। কোভিড-১৯ আসার পর দীর্ঘসময় ধরে ব্যাট হাতে অফ ফর্মে ছিলেন তিনি। ছন্দে না থাকায় শুনতে হয়েছে সমালোচনা। তবে তা কাটিয়ে উঠে আবারও ফিরে পেয়েছেন নিজের পুরোনো রূপ। বিশ্বকাপেও এর পুনরাবৃত্তি করতে চান ডানহাতি এই ব্যাটার।

আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলি বলেন, 'গত আড়াই বছর আমাকে অনেক কিছু শিখিয়েছে। সেসব ক্ষেপাটে উদযাপন এখন অতীত। অনেকের কাছ থেকে অনেক পরামর্শ পেয়েছি। লোকে বলেছে  আমি এটা-ওটা যা করেছি, তা ভুল। '

'নিজের সেরা সময়ের সব ভিডিও আমি দেখেছি। বলের জন্য সেই একই মুভমেন্ট, একই অ্যাপ্রোচ এবং এটাই আমার মাথার মধ্যে চলেছে। আমি এটা কাউকে বুঝিয়ে বলতে পারিনি। '

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।