ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচে স্টার্কের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচে স্টার্কের হ্যাটট্রিক

বিশ্বকাপের প্রস্তুতিতে হানা দিলো বৃষ্টি। শনিবার ছিল দুটি ম্যাচ।

কোনোটিতেই ফল আসেনি বৃষ্টির কারণে। এর মধ্যে অবশ্য নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করেছেন মিচেল স্টার্ক। আরও একবার বিশ্বকাপে জ্বলে উঠার পূর্বাভাসই দিলেন তিনি।  

বৃষ্টির কারণে প্রথম ইনিংসে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া খেলে কেবল ২৩ ওভার। এর মধ্যেই সাত উইকেট হারায় তারা, করে ১৬৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে স্টিভেন স্মিথের ব্যাটে। ইনিংস উদ্বোধনে নামা এই ব্যাটার ৪ চার ও ৩ ছক্কায় ৪২ বলে ৫৫ রান করেন।

এছাড়া ক্যামেরন গ্রিন ৪ চার ও ১ ছক্কায় ২৬ বলে ৩৪ ও মিচেল স্টার্ক ২২ বলে ২৪ রান করেন। ডাচদের পক্ষে দুটি করে উইকেট নেন ভাস ডি লিডে , লগান ভ্যান ভিক ও রোলেফ ভ্যান ডার মারউই। বাকি একটি উইকেট ছিল সারিজ আহমেদের।  

রান তাড়া করতে নামা নেদারল্যান্ডসের প্রথম দুই উইকেট স্টার্ক নেন প্রথম ওভারের শেষ দুই বলে। ম্যাক্স ও ডাউড তার বলে ফেরেন কোনো রান না করেই, এলবিডব্লিউ হন তিনি। এরপর বারেসি হন বোল্ড। নিজের হ্যাটট্রিক স্টার্ক পূর্ণ করেন তৃতীয় ওভারের প্রথম বলে। ভাস ডি লেডেকেও বোল্ড করেন তিনি।  

এরপর আরও তিন উইকেট হারিয়ে ৮৪ রান করলে ১৪ ওভার দুই বল খেলা হওয়ার পর বৃষ্টি নেমে আসে। ম্য্যাচও পরিত্যক্ত ঘোষণা করা হয়। ৩৭ বলে সর্বোচ্চ ৩১ রান আসে কলিন আকারম্যানের ব্য্যাট থেকে, তিনি ছিলেন অপরাজিত। এর বাইরে ডাচদের পক্ষে দুই অঙ্কের ঘরে পৌঁছানো স্কট এডওয়ার্ডস ১০ বলে করেন ১৪ রান।  

বাংলাদেশ সময় : ২৩৩৫ ঘণ্টা, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
এমএইচবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।