ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিবিসির ‘গ্রিন স্পোর্টস অ্যাওয়ার্ড’ পেলেন প্যাট কামিন্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
বিবিসির ‘গ্রিন স্পোর্টস অ্যাওয়ার্ড’ পেলেন প্যাট কামিন্স

জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখায় সংবাদসংস্থা বিবিসির এই বছরের গ্রিন স্পোর্টস অ্যাওয়ার্ড পেয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স। তার সঙ্গে এই পুরস্কার পেয়েছেন ব্রিটিশ অ্যাথলেট ইনেস ফিটজগেরাল্ডও।

 

আজ লন্ডনের ব্রডকাস্টিং হাউজের বিবিসি রেডিও থিয়েটারে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার হাতে তুলে দেওয়া হবে।  

অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স এই বছর পরিবেশ পরিবর্তনে বেশ কিছু অবদান রেখেছেন। নিজের ‘ক্রিকেট ফর ক্লাইমেট ফাউন্ডেশন’এর মাধ্যমে তিনি বেশ কয়েকটি প্রকপ্লে সহায়তা করার পাশাপাশি পরিকল্পনা হাতে নিয়েছেন। যেগুলো পরিবেশ সচেতনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যে কারণে এই পুরস্কার পেয়েছেন কামিন্স।

নিজের এমন অর্জনে উচ্ছ্বসিত কামিন্স। তিনি বলেন, ‘বিবিসরি বর্ষসেরা গ্রিন স্পোর্টস অ্যাওয়ার্ড পেয়ে আমি খুব খুশি। অস্ট্রেলিয়ার হয়ে এই অর্জনের জন্য আমি গর্বিত অনুভব করছি। ভবিষ্যতে এটি আরও পাওয়ার আশা প্রকাশ করছি। ’

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।