ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের সঙ্গে গান্ধী-জিন্নাহ ট্রফি খেলার প্রস্তাব পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৩
ভারতের সঙ্গে গান্ধী-জিন্নাহ ট্রফি খেলার প্রস্তাব পাকিস্তানের

এশিয়া কাপ ও আইসিসি টুর্নামেন্ট বাদে দুই দলের সাক্ষাৎ হয় না। অথচ তারা একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী।

বলা হচ্ছিল ভারত-পাকিস্তানের কথা। গত ১০ বছর ধরে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না তারা।  

২০১২ সালে সর্বশেষ ভারত সফর করেছিল পাকিস্তান। এর পর থেকে রাজনৈতিক কারণে দুই দেশের সফর বন্ধ। তবে বহুজাতিক টুর্নামেন্টে তাদের প্রায়ই দেখা হয়, এবারের বিশ্বকাপেও ১৪ অক্টোবর মুখোমুখি হবে এই দুই দল।

তবে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনে ভারতকে প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুই দেশের দুই রাষ্ট্রনেতা মহাত্মা গান্ধী ও মোহাম্মদ আলী জিন্নাহর নামে এই সিরিজ করার প্রস্তাব দিয়েছেন পিসিবি প্রধান জাকা আশরাফ। এতে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্কও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ড রাজি থাকলে পাকিস্তান এই সিরিজ খেলতে চায়।


প্রস্তাবে বলা হয়েছে, গান্ধী-জিন্নাহ ট্রফিতে বছরে একবার ভারত-পাকিস্তান একে অপরের বিপক্ষে নিজেদের মাটিতে খেলবে। পাকিস্তানি সংবাদমাধ্যমকে পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ বলেছেন, ‘অ্যাশেজের মতো বিসিসিআইকে জিন্নাহ-গান্ধী ট্রফি আয়োজনের প্রস্তাব রাখছি। এই সিরিজের জন্য ভারত ও পাকিস্তান একে অপরের দেশে গিয়ে খেলতে পারে। ভারত-পাকিস্তান ম্যাচের চেয়ে বড় কোনো প্রতিযোগিতা নেই। ’

শেষবার দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ভারত পাকিস্তানে গিয়েছিল ২০০৬ সালে। আর ২০১২-১৩ সালে পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ভারতে এসেছিল। এরপর আর দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন হয়নি। দুই দেশ একে অপরের বিপক্ষে মুখোমুখি হয়েছে শুধু বহুজাতিক আসরেই।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।