ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ঢাকায় লিটন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪২, নভেম্বর ১, ২০২৩
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ঢাকায় লিটন

কলকাতা থেকে: সাকিব আল হাসানের বিশ্বকাপের মাঝপথে দেশে ফেরা নিয়ে বেশ আলোচনা হয়েছিল। এবার একই কাজ করেছেন লিটন দাস।

সাকিব অনুশীলনের জন্য ফিরলেও তার কারণটা অবশ্য ভিন্ন।  

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে দু দিনের জন্য কলকাতা থেকে ঢাকায় এসেছেন লিটন। বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন টিম অপারেশন্স ম্যানেজার রাবিদ ইমাম। বুধবার পাকিস্তানের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচ খেলে বাংলাদেশ।

ওই ম্যাচের পর বৃহস্পতিবার দেশে ফিরেছেন লিটন। আগামী ৬ নভেম্বর দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের পরের ম্যাচ খেলবে বাংলাদেশ। দিল্লিতে আজ পৌঁছালেও আগামীকাল অনুশীলন নেই ক্রিকেটারদের।

৩ তারিখ থেকে দলের নিয়মিত অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে লিটনের। বিশ্বকাপে এমনিতে সময়টা একদমই ভালো কাটছে না বাংলাদেশের। সাত ম্যাচেরর কেবল একটিতে জয় পেয়েছে তারা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রাখতে পরের দুই ম্যাচে জিততে হবে বাংলাদেশকে।

বাংলাদেশ সময় : ২২৩৮ ঘণ্টা, ০১ অক্টোবর ২০২৩
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ