ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ভালো শুরুর পর বিদায় তানজিদের 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
ভালো শুরুর পর বিদায় তানজিদের 

লিটন দাস ও তানজিদ হাসান তামিমের ব্যাটে শুরুটা ভালোই পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে দুইজনে যোগ করেন ৭৬ রান।

কিন্তু ইনিংস খুব বেশি লম্বা করতে পারেননি তামিম। শন অ্যাবটের শিকার হয়ে ফেরেন সাজঘরে।  

দ্বাদশ ওভারের দ্বিতীয় বলে অ্যাবটের বাউন্সার স্কয়ারে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন তানজিদ। ৩৪ বলে ৩৬ রান করে বিদায় নিতে হয় তাকে। তবে আরেক ওপেনার লিটন এখনও ব্যাট চালিয়ে যাচ্ছেন।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮৩ রান।

এর আগে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে আঙুলে চোট পাওয়ায় এ ম্যাচে সাকিবের না খেলা আগেই নিশ্চিত হয়েছিল। তার বদলে স্কোয়াডে আনা হয় এনামুল হক বিজয়কে। কিন্তু তার একাদশে খেলা হচ্ছে না। খেলছেন না তানজিম হাসান সাকিবও। একাদশে নাসুম আহমেদের সঙ্গে ফিরেছেন মোস্তাফিজুর রহমানও।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।