ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যর্থ বিশ্বকাপ শেষে দেশে ফিরেছেন ক্রিকেটাররা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
ব্যর্থ বিশ্বকাপ শেষে দেশে ফিরেছেন ক্রিকেটাররা

যাওয়ার আগে ছিল অনেক বড় স্বপ্ন। ফেরার সময় শুধুই হতাশা।

চোখেমুখে বিষণ্নতা নিয়ে বিশ্বকাপ শেষে ভারত থেকে দেশে ফিরে এসেছেন ক্রিকেটাররা। রোববার সকাল সাড়ে নয়টার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহন করা বিমানটি।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরির কারণে শেষ ম্যাচে খেলতে পারেননি। তিনি আগেই দেশে ফিরেছিলেন। এর বাইরে বাকি ক্রিকেটাররা আজ দেশে ফিরেছেন। তাদের সঙ্গে আছেন টিম ডিরেক্টর হিসেবে যাওয়া খালেদ মাহমুদ সুজন ও দেশে কোচিং স্টাফরা।

বিদেশি কোচদের সবাই নিজ নিজ গন্তব্যে গেছেন। এ মাসের শেষদিকে হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজের আগেই বাংলাদেশে ফেরার কথা রয়েছে তার। যদিও চুক্তি নবায়ন না করা অ্যালান ডোনাল্ড দক্ষিণ আফ্রিকা থেকে আর ফিরবেন না।  

এবারের বিশ্বকাপ সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে খেলতে যায় বাংলাদেশ। কিন্তু নয় ম্যাচের কেবল দুটিতে জিতে ফিরতে হয় তাদের। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর জয় পায় কেবল শ্রীলঙ্কার সঙ্গে। হারে নেদারল্যান্ডসহ বাকি সাতটি ম্যাচ। গত চার বিশ্বকাপে তিন ম্যাচ করে জেতা বাংলাদেশ এবার সেটিও করতে পারেনি।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।