ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোহলিকে শচীনের আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
কোহলিকে শচীনের আবেগঘন বার্তা

সেঞ্চুরির হাফ সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন বিরাট কোহলি। আজ বিশ্বকাপের সেমিফাইনালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং নেয় ভারত।

সেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৩ বলে ৯ চার ও ২ ছয়ে ১১৭ রানের দারুণ এক ইনিংস খেলে এই কীর্তি গড়েন কোহলি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৯তম ওয়ানডে সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন বিরাট কোহলি। সেদিন থেকেই অপেক্ষা, কবে সেঞ্চুরির হাফ সেঞ্চুরি করে ক্রিকেট ঈশ্বরকে পেছনে ফেলবেন তিনি! অপেক্ষা দীর্ঘতর হতে দেননি কিং কোহলি। সেমিফাইনালে উপহার দিলেন অসাধারণ এক ইনিংস।

কোহলির রেকর্ড গড়ার দিনে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন শচীন টেন্ডুলকার। ঘরের মাঠে বসে দেখেছেন কোহলির কাছে নিজের রেকর্ড হারানো। কোহলির রেকর্ডের প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন শচীন। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘প্রথমবার আমি তোমাকে দেখি ড্রেসিং রুমে। তোমাকে আমার পা ছুঁইয়ে সতীর্থরা বোকা বানিয়েছিল। আমি সেদিন হাসি থামাতে পারিনি। তবে শিগগিরই তুমি খেলার প্রতি তোমার আবেগ ও দক্ষতা দিয়ে আমার হৃদয় ছুঁয়েছ। আমি দারুণ খুশি যে, সেই তরুণ ছেলেটি আজ 'বিরাট' খেলোয়াড়ে পরিণত হয়েছে। ’

নিজের ঘরের মাঠে কোহলির কাছে বিশ্বকাপের মতো স্টেজে রেকর্ড হারানোয় গর্বই হচ্ছে শচীনের। তিনি আরও লিখেছেন, ‘আমি এর চেয়ে বেশি খুশি হতেই পারি না কারণ একজন ভারতীয় আমার রেকর্ড ভেঙেছে। এবং এটি বিশ্বকাপের সেমিফাইনালের মতো বড় মঞ্চে করেছে সে এবং সেটিও আমারই ঘরের মাঠে, এ যেন আরও উপাদেয়!’

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।