ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

চোটে হেনরি, বাংলাদেশ সফরে খেলবেন ওয়্যাগনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
চোটে হেনরি, বাংলাদেশ সফরে খেলবেন ওয়্যাগনার

ম্যাট হেনরির চোটে কপাল খুলল নিল ওয়্যাগনারের। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার কারণে বাংলাদেশ সফর থেকে ছিটকে গেছেন হেনরি।

তার বদলে আসবেন ওয়্যাগনার।  

গতকাল এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট হেনরির জায়গায় ওয়্যাগনারকে দলে অন্তর্ভুক্ত করার কথা জানায়। এদিকে চোটে ছিলেন ওয়্যাগনারও। তবে পিছের সেই চোট কাটিয়ে তিনি গত সপ্তাহে ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতায় নর্দার্ন ডিসট্রিক্টসের বিপক্ষে মাঠে ফেরেন।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ২৮ নভেম্বর থেকে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। আগামী ৬ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

নিউজিল্যান্ড টেস্ট দল: টিম সাউদি (অধিনায়ক), কেন উইলিয়ামসন, টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, উইল ইয়াং, নিল ওয়্যাগনার।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।