ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লাখো ভারতীয় দর্শককে চুপ করিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য: কামিন্স 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
লাখো ভারতীয় দর্শককে চুপ করিয়ে দেওয়াই  আমাদের লক্ষ্য: কামিন্স 

ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপের শিরোপা থেকে আর জয় দূরে ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এক লাখেরও বেশি সমর্থনকে সঙ্গে করে রোববার ফাইনালে নামবে রোহিত শর্মার দল।

তাই প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার জন্য বিশাল এক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে গ্যালারিতে পিনপতন নীরবতা আনতে মুখিয়ে আছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

শিরোপা লড়াইয়ের আগে আজ সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, 'দর্শক সমর্থন অবশ্যই একতরফা থাকবে তবে খেলাধুলায় বিশাল দর্শককে চুপ করিয়ে দেওয়ার মতো তৃপ্তি আর কোনো কিছুতে নেই। কাল এটাই আমাদের লক্ষ্য। '

'ফাইনালের প্রতিটি অংশকেই সাদরে মেনে নিতে হবে। জানি যে, দর্শক গলা ফাটাবে ও আগ্রহ দেখাবে। সেসবে আমাদের মনোযোগ দিলে চলবে না। আমরা জানি যে, গ্যালারি পরিপূর্ণ থাকবে। ১ লাখ ৩০ হাজার দর্শক ভারতকেই সমর্থন করবেন। ব্যাপারটা দারুণ। তারা এই টুর্নামেন্টে অসাধারণ খেলছে, এখনও অপরাজিত। তবে আমরা জানি, নিজেদের সেরাটা দিতে পারলে আমরা ওদেরকে ভালোই নাড়িয়ে দিতে পারব। '

কামিন্সের মতে, ভারতকে চ্যালেঞ্জ জানানোর জন্য নিজেদের সেরাটা দেওয়ার প্রয়োজন নেই। তিনি বলেন, 'আমার মনে হয় যে যেকোন দলকে চ্যালেঞ্জ জানাতে হলে আমাদের পুরোপুরি সেরা অবস্থায় না থাকলেও হবে। দলের সবাই কালকের ম্যাচে এটা থেকে অনেক আত্মবিশ্বাস নিয়ে যেতে পারে। '  

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।