ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

হাথুরু-সুজনের কাছে রিপোর্ট চেয়েছে বিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
হাথুরু-সুজনের কাছে রিপোর্ট চেয়েছে বিসিবি

অনেক আশা নিয়ে বিশ্বকাপে গেলেও এর একটুও পূরণ করতে পারেনি বাংলাদেশ। আসরজুড়ে ৯ ম্যাচের ৭টিতেই হেরে বিদায় নিতে হয়েছে তাদের।

এমন ব্যর্থতার পরও এটি নিয়ে কেউ মুখ খুলেনি। যদিও আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছন রিপোর্টা চাওয়া হবে কোচ থেকে।

মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা টিম রিপোর্ট চেয়েছি। প্রধান কোচকে একটা রিপোর্ট দিতে বলেছি। টিম ডিরেক্টর একটা রিপোর্ট দেবে বলেছে। এ রিপোর্টগুলো আসলে বিস্তারিত কারণগুলো বোঝা যাবে। ’

ব্যর্থতার দায় স্বীকার করে জালাল ইউনুস বলেন, ‘আমাদের সবারই দায়বদ্ধতা আছে। আমরা সবাই মেনে নিয়েছি। অবশ্যই, টিম খারাপ করলে আমাদের সবাইকে মেনে নিতে হবে। বোর্ডকে নিতে হবে, আমার কমিটিকে নিতে হবে, এটা তো আমরা স্বীকার করে নিয়েছি। ’

বিশ্বকাপে যাওয়ার আগে বলা হয়েছিল সেমিফাইনালে ওঠার লক্ষ্যের কথা। কিন্তু সেটি তো পারেইনি বরং দুই ম্যাচের বেশি জিততেই পারেনি বাংলাদেশ। এমন ব্যর্থতা কি কারণে হয়েছে সে বিষয়ে পরিস্কার কোনো ধারনা জানা নেই বিসিবির।  

এই ব্যাপারে জালাল ইউনুস বলেন, ‘আপনারাও জানেন এ ধরনের ফল যে হবে, আমরা প্রত্যাশা করিনি। অন্তত যখন কোনো সফরে যাবেন, তখন একটা লক্ষ্য থাকে। লক্ষ্য নিয়ে সেখানে যেতে হয়। আমাদের লক্ষ্য ছিল, সেমিফাইনাল। সেমিফাইনাল না হলেও অন্তত চার-পাঁচটা ম্যাচ জেতার চেষ্টা আমাদের ছিল। কিন্তু কী কারণে হয়নি, আমরা জানি না। ’

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।