ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পিচ ভালো লাগলেও কামিন্সের চোখে টস ‘গুরুত্বপূর্ণ নয়’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
পিচ ভালো লাগলেও কামিন্সের চোখে টস ‘গুরুত্বপূর্ণ নয়’ ফাইনালের আগে পিচ পরিদর্শনে কামিন্স

ফাইনালের আগে আলোচনার সবচেয়ে বড় বিষয় যেন হয়ে দাঁড়িয়েছে পিচ। মূলত এনিয়ে বিতর্কের শুরুটা আসরের প্রথম সেমিফাইনালে।

যেখানে শেষ মুহূর্তে পরিবর্তন করা হয় ভারত-নিউজিল্যান্ড ম্যাচের পিচ। তাজা উইকেটে খেলার কথা থাকলেও সেই ম্যাচ অনুষ্ঠিত হয় ব্যবহৃত উইকেটে।

সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে পিচ নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। ফাইনালেও তাকে একই প্রশ্ন করা হয়। কামিন্স জানালেন, পিচ তার ভালোই লেগেছে। তবে এই সম্পর্কে তার খুব একটা বোঝা-পড়া নেই।  

অজি অধিনায়ক বলেন, ‘এই সবে পিচটা দেখলাম। আমি পিচ খুব ভালো পড়তে পারি না। তবে দেখে বেশ শক্ত মনে হচ্ছে। ওরা (আহমেদাবাদের মাঠকর্মীরা) মাত্রই (পিচে) পানি দিয়েছে। হাতে আরও ২৪ ঘণ্টা আছে। তারপর দেখা যাক কী হয়। দেখে বেশ ভালো পিচ মনে হচ্ছে। ’ 

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এর আগে বিশ্বকাপের গ্রুপ পর্বে একটি ম্যাচই খেলেছে দুই দল। ভারত যে-ই পিচে খেলে পাকিস্তানকে হারিয়েছিল সেই পিচেই অনুষ্ঠিত হবে ফাইনাল। এমনটাই বলেন কামিন্স, ‘হ্যাঁ, এই পিচটা আগে ব্যবহৃত হয়েছিল। পাকিস্তান একটা ম্যাচ এই পিচে খেলেছিল। ’

‘নিশ্চিত করেই এটা দুই দলের জন্য একই। আপনার নিজের দেশে নিজেদের উইকেটে খেলার একটা সুবিধা অবশ্যই আছে। পুরো জীবনে এই একই উইকেটে খেলছেন। কিন্তু আমরাও এখানে অনেক ক্রিকেট খেলেছি। তাই দেখি, কী হয়। ’

এই স্টেডিয়ামে টস জেতা দল ম্যাচ জিতেছে চারবার, হেরেছে তিনবার। তাই কামিন্সের চোখে টস গুরুত্বপূর্ণ নয়। তিনি বলেন, ‘আমার মনে হয়, এখানে টস গুরুত্বপূর্ণ নয়। যেমনটা মুম্বাইয়ের ক্ষেত্রে বা অন্য ভেন্যু সম্পর্কে বলা হয়। তাই তারা যা–ই আমাদের দিক না কেন, আমরা সবকিছুর জন্য তৈরি থাকব। দেখি এরপর কী হয়। কিন্তু নিশ্চিত করেই আমাদের কিছু পরিকল্পনা থাকবে। ’

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।