ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

কার হাতে উঠবে বিশ্বকাপের শিরোপা? প্রায় দেড় মাসের অপেক্ষার পর আজ জানা যাবে সেই প্রশ্নের উত্তর। আর মাত্র কয়েক ঘণ্টা, এরপরই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দেখা মিলবে বিশ্ব জয়ের উৎসব।

সেটা হতে পারে অস্ট্রেলিয়া কিংবা স্বাগতিক ভারত ।

দিনটি স্মরণীয় করে রাখার জন্য প্রথম ধাপ পেরিয়েছে দুই দলই। যেখানে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারানোর সেই একাদশ নিয়েই আজ খেলছে তার। একাদশে পরিবর্তন আনেনি ভারতও।  

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদিপ যাদব, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।  

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।