ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘ভালো ব্যাটিং করেই বড় ক্রিকেটার হওয়া যায় না’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
‘ভালো ব্যাটিং করেই বড় ক্রিকেটার হওয়া যায় না’

বিশ্বকাপে মাঠের ক্রিকেটে ভালো যায়নি বাংলাদেশের। মাঠের বাইরেও সঙ্গী ছিল নানা বিতর্ক।

দশ দলের টুর্নামেন্টে ৯ ম্যাচের দুটিতে জিতে অষ্টম হয়েছে বাংলাদেশ। এর মধ্যে ক্রিকেটারদের নানা ঘটনা জন্ম দিয়েছে আলোচনা-সমালোচনার।  

এর মধ্যে লিটন দাস ছিলেন অন্যতম। পুনেতে টিম হোটেল থেকে সাংবাদিকদের বের করে দিতে চান তিনি। এ নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছিল। এ প্রসঙ্গ টেনে পুরো বিশ্বকাপে বাকি দলগুলোর সঙ্গে বাংলাদেশের পার্থক্য নিয়ে জানতে চাওয়া হয় সাবেক অধিনায়ক আকরাম খানের কাছে।  

শনিবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘দেখেন, একটা ক্রিকেটার শুধু ভালো পারফর্ম করলে ভালো না। আপনি ভারতের কথা বললেন, ইংল্যান্ড বা আন্তর্জাতিক ক্রিকেটার যারা আছে কীভাবে ওরা মানুষের সঙ্গে, সাংবাদিকদের সঙ্গে কথা বলে। ওর অ্যাটিচিউডে বোঝা যায় ও কী টাইপের লোক। এ জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। আপনার শুধু ভালো বোলিং বা ব্যাটিংয়ে বড় ক্রিকেটার হওয়া যায় না। সব গুণ থাকা উচিত। ’ 

বিশ্বকাপের মাঝপথে সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়েও বেশ আলোচনা তৈরি হয়েছিল। দুদিনের জন্য এসে তিনি ছোটবেলার কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে ব্যাটিং অনুশীলন করেন। দেশে ফেরেন লিটনও। সবমিলিয়ে সিনিয়র ক্রিকেটারদের সামলাতে কি হিমশিম খায় বোর্ড?

বিসিবি পরিচালকের দায়িত্বে থাকা আকরাম বলেন, ‘সম্মান জিনিসটা থাকতে হবে। এটা না থাকলে কিন্তু আপনি ঠিক পথে আগাতে পারবেন না। আপনি যতই চেষ্টা করেন। আপনাকে ডিসিপ্লিন হতে হবে, মানতে হবে। যারা খেলোয়াড় আছে ওরা কোচকে মানতে হবে। কোচ যে আছে তাকে খেলোয়াড়দের সম্মান করতে হবে। এমনকি বোর্ড পরিচালক যারা আছে। এটা একটা পরিবার, পরিবার যেভাবে আগায় সেভাবে করতে হবে। ’ 

‘যখন আমরা হারি, কেউ দায়িত্ব স্বীকার করে না। আবার যখন জিতি, তখন সবাই গিয়ে কৃতিত্বটা নিতে চায়। এ জিনিসটা আমাদেরকে বন্ধ করতে হবে। যেহেতু ব্যর্থ হয়েছি, সবাই ব্যর্থ। শুধু খেলোয়াড়রা কেন, আমরা, টিম ম্যানেজম্যান্ট সবাই ব্যর্থ হয়েছি। এখন নিউজিল্যান্ড এসেছে, টেস্টে যদি ঘুরে দাঁড়াতে পারি তাহলে হয়তো কিছুটা স্বস্তি পাবো। ’

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।