ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সেঞ্চুরি হাঁকিয়ে ব্র্যাডম্যান-কোহলিকে ছুঁলেন উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৫, নভেম্বর ২৯, ২০২৩
সেঞ্চুরি হাঁকিয়ে ব্র্যাডম্যান-কোহলিকে ছুঁলেন উইলিয়ামসন

বাকিরা যখন আসা-যাওয়ার মিছিলে, তখন একাই লড়ছেন কেন উইলিয়ামসন। বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে হাঁকিয়েছেন সেঞ্চুরি, গড়েছেন রেকর্ডও।

টেস্টে ২৯তম শতক হাঁকিয়ে তিনি স্পর্শ করেছেন ডন ব্র্যাডম্যান ও বিরাট কোহলিকে।  

ইনিংসের ৭৬তম ওভারে নাঈম হাসানের বল স্কয়ার লেগে খেলে এক রান নিয়ে উইলিয়ামসন পূর্ণ করে সেঞ্চুরি। ১৮৯ বলে ১১ চারে তিনি এই শতক পূর্ণ করেন। এর আগের ওভারে থিতু হয়ে থাকা গ্লেন ফিলিপসকে ৪১ রানে ফেরান মমিনুল হক।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৭ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৫৯ রান। বাংলাদেশ থেকে আরও ৪৯ রান পিছিয়ে আছে তারা।  

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে যায় ৩১০ রানে।  

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।