ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রথম ঘণ্টায় হতাশা, পরেরটিতে স্বস্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
প্রথম ঘণ্টায় হতাশা, পরেরটিতে স্বস্তি

প্রথম ঘণ্টাটা ছিল হতাশার, সেশন শেষে বাংলাদেশ শিবিরে থাকার কথা স্বস্তিই। ৪৪ রানে পিছিয়ে থেকে খেলতে নেমেও দুই উইকেট নিয়ে প্রথম ইনিংসে লিড নেয় নিউজিল্যান্ড।

মুমিনুল হকের এক ওভারেই তারা হারায় দুই উইকেট। পরে বাংলাদেশের ব্যাটাররাও কোনো উইকেট হারায়নি।  

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে স্বাগতিকদের ৩১০ রানের জবাবে কিউইরা করেছে ৩১৭ রান। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করেছে ১৯ রান।  

তৃতীয় দিনের প্রথম ঘণ্টা বাংলাদেশের জন্য ছিল ভীষণ হতাশার। উইকেটের দেখা মিলছিল না, রানও আটকে রাখতে পারছিলেন না বোলাররা। পরে কাইল জেমিসন ও টিম সাউদির দারুণ ব্যাটিংয়ে লিডও নিয়ে নেয় কিউইরা।  

তবে লিডটা বড় হতে দেননি মুমিনুল হক। আগের দিন গ্লেন ফিলিপসকে ফিরিয়ে জুটি ভাঙা এই ‘অকেশনাল বোলার’ এদিনও বল হাতে একই কাজ করেন। পানি বিরতির পরের ওভারেই তাকে বোলিংয়ে আনেন অধিনায়ক নাজমুল হোসে শান্ত।  

প্রথম বলেই তিনি জেমিসনকে ফেরান। ৭০ বল খেলে ২৩ রান করা এই ব্যাটার হন এলবিডব্লিউ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ভাঙে সাউদির সঙ্গে ৫২ রানের জুটি। ওই ওভারেই শেষ উইকেটটিও নিয়ে নেন মুমিনুল। ৬২ বলে ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পর তাকে বোল্ড করেন তিনি।

এরপর ব্যাটিংয়ে নেমে শুরুতে দুটি বাউন্ডারি হাঁকালেও পরে ধরে খেলেছেন দুই উদ্বোধনী ব্যাটার জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। তারা কোনো উইকেট হারাতে দেননি বাংলাদেশকে। ৩৪ বলে ৫ রান করে জয় ও ২৬ বলে ১৪ রান করে লাঞ্চে গেছেন জাকির।  

বাংলাদেশ সময় : ১১৪০ ঘণ্টা, ৩০ নভেম্বর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।