ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তিন ফরম্যাটেই এখনও সাকিবকে অধিনায়ক হিসেবে চায় বিসিবি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
তিন ফরম্যাটেই এখনও সাকিবকে অধিনায়ক হিসেবে চায় বিসিবি

সাকিব আল হাসান বিশ্বকাপের পর এখন অবধি মাঠে ফেরেননি ইনজুরির কারণে। এর মধ্যে তার নির্বাচনী ব্যস্ততাও শুরু হচ্ছে তার।

তাকে ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটেই নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। তার নেতৃত্বে কিউইদের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট জিতেছে বাংলাদেশ। বিশ্বকাপে হতাশার পারফরম্যান্সে সেটি কিছুটা স্বস্তি হয়ে এসেছে দেশের ক্রিকেটে।

তবে দীর্ঘ মেয়াদী নেতৃত্বে এখনও ভাবনায় নেই তিনি। সাকিবকেই তিন ফরম্যাটেই অধিনায়ক হিসেবে চাইছে বিসিবি। যদিও বিশ্বকাপের পর আর ওয়ানডে অধিনায়কত্ব না করার ইচ্ছের কথা জানিয়েছিলেন সাকিব। তবে সাকিবকেই লম্বা সময়ের জন্য বোর্ড নেতৃত্বে চাইছে, এমনটি জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।  

মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘এখানে পুনর্বিবেচনার বিষয় আসে না। সাকিব এখনও আমাদের অধিনায়ক। এখন আমরা শান্তকে দিয়েছি, তাকে বলেছি শুধু দুইটা সিরিজ, নিউজিল্যান্ড সিরিজের জন্য তাকে আমরা অধিনায়কত্ব দিয়েছি। ’

‘সাকিবকে একটা লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব দেওয়া হয়েছে আপনারা জানেন। লম্বা সময়ের অধিনায়কত্বের মধ্যে সব ফরম্যাটে এখনও সে অধিনায়ক। সাকিব আসলে আমরা ধরে নিচ্ছি সাকিবই অধিনায়ক। সামনের ফরম্যাটগুলো সে অধিনায়ক থাকবে কি থাকবে না এরকম প্রশ্ন কিন্তু উঠে না। আমরা জানি সে এখনও অধিনায়ক। ’

এরপর বোর্ডের চাওয়া নিয়ে জানতে চাইলে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান বলেন, ‘আমরা যেহেতু তাকে অলরেডি ম্যান্ডেড দিয়েছি, আমরা চাই সে বাকিগুলো নিজে অধিনায়ক থাকুক। ’ 

শান্ত এর আগে ওয়ানডে অধিনায়কত্বও করেছেন সাকিবের অনুপুস্থিতিতে। টেস্টে তার নেতৃত্ব ছিল চোখে পড়ার মতো, প্রশংসাও কুড়িয়েছেন তিনি। সাকিবের সঙ্গে থেকে শান্ত ও মেহেদী হাসান মিরাজ নেতৃত্বে আরও দক্ষ হবেন, এমন আশা বোর্ডের।

জালাল বলেন, ‘একটা সময় তো আসবে সাকিব অবশ্যই আর খেলা চালিয়ে যাবে না। হয়তো কোনো ফরম্যাট কমিয়ে দেবে। আমাদের হাতে শান্ত আছে, মিরাজ আছে; আমরা যাদের সম্ভাবনাময় অধিনায়ক বলি। এটা বোর্ডের কাছে মনে হয় তারা বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া মতো তাদের দুজনেরই সামর্থ্য আছে। ’

পরিবারকে সময় দিতে এখন যুক্তরাষ্ট্রে আছেন সাকিব। সোমবার সেখানে এক অনুষ্ঠানে জানিয়েছেন, খেলা চালিয়ে যেতে চান আরও অনেকদিন। দেশের হয়ে খেলায় মনোযোগ দিতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে না বলেছেন বলেও দাবি করেন এই অলরাউন্ডার। তার এমন ইচ্ছেকে স্বস্তির মনে করছে বিসিবি।  

জালাল বলেন, ‘আমি দেখেছি ওর বক্তব্য মিডিয়াতে। অবশ্যই এটা আনন্দের ব্যাপার যে এখন সে দেশের ক্রিকেটের ওপর বেশি ফোকাস করবে বাইরের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে। এটা আমাদের জন্য বড় একটা স্বস্তিদায়ক একটা খবর। আমরা চাই সাকিব এখানে যতগুলো ফরম্যাট আছে, আমাদের দেশের জন্য খেলুক এটা আমাদের কামনা। ’

বাংলাদেশ সময় : ১৪৫৩ ঘণ্টা, ১২ ডিসেম্বর, ২০২৩
এমএইচবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।