ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পরিবার হয়ে ওঠার কথা বলছেন সোহান

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
পরিবার হয়ে ওঠার কথা বলছেন সোহান

জাতীয় দলের আবহ থেকে অনেকটাই দূরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। অল্প কিছুদিনের জন্য একসঙ্গে হন ক্রিকেটাররা।

টুর্নামেন্ট শেষ হলেই নতুন পথচলা শুরু হয় সবার। এর মধ্যেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তারিখ ঘোষণা হয়েছে।

আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল। গত বছর এই টুর্নামেন্টে রংপুর রাইডার্সের নেতৃত্বে ছিলেন নুরুল হাসান সোহান। এবারও দলটির হয়ে খেলবেন তিনি। দলকে পরিবার হয়ে ওঠার বার্তা দিয়েছেন সোহান।

সাংবাদিকদের মঙ্গলবার তিনি বলেন, ‘যখনই একটি দল গড়া হয় সব সময় মনোযোগ থাকে আমরা দল হিসেবে কীভাবে থাকতে পারি, পরিবার হিসেবে কীভাবে থাকতে পারি, এর ভেতরে আমরা টিম কম্বিনেশনটা কীভাবে তৈরি করতে পারি। আমাদের যেহেতু সাকিব ভাই, মেহেদী, নবি আছে অলরাউন্ডার অপশন অনেক আমাদের হাতে। এর ফলে অনেকভাবেই টিম কম্বিনেশন করা যাবে। আমার কাছে মনে হয় এটা প্লাস পয়েন্ট। ’

‘জাতীয় দলের খেলা ভিন্নরকমের। বিপিএল যেহেতু ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এটারও ভিন্ন একটা দিক থাকে। দল হিসেবে আমরা কতটা মানিয়ে নিতে পারি নির্দিষ্ট দিনে এটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ’

মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা অনেক। বিপিএলেও খুব একটা রান হয় না। এবারও আরেকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরুর আগে আলোচনায় উইকেট। সোহানেরও আশা ভালো উইকেটে খেলার।

তিনি বলেন, ‘উইকেট তো চাইলেই হবে না। কত ভালো উইকেট দিতে পারে টি-টোয়েন্টি খেলার মতো এটার ওপর অনেক কিছু নির্ভর করে। টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোতে সবসময় রানের খেলা হয়। আমরাও চাইব যতটা ভালো উইকেটে খেলা যায়। ’

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।