ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ডের ঠান্ডায় মানিয়ে নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
নিউজিল্যান্ডের ঠান্ডায় মানিয়ে নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ

ক্রিকেটের ব্যস্ততা বেশ ভালোই আছে বাংলাদেশের ক্রিকেটারদের। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে সমতায়।

এরপরই উড়াল দেয় নিউজিল্যান্ডে। দুই ধাপে দেশটিতে যান নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা।  

বাংলাদেশের চেয়ে একদমই ভিন্ন আবহাওয়া নিউজিল্যান্ডে। ঠান্ডাও পড়ছে বেশ। এর মধ্যেই বৃহস্পতিবার নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। এখনও নিউজিল্যান্ডের ঠাণ্ডার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

প্রস্তুতি ম্যাচের পর রিশাদ বলেন, ‘প্রথমত একটু ঠান্ডা কন্ডিশন। আমরা গত দুই-তিন দিন মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। সেখান থেকে আজ প্রস্তুতি ম্যাচ খেললাম। ম্যাচ যখন শুরু হয়েছে, তখন আর আবহাওয়া বা ঠান্ডা এসব মাথায় ছিল না। চেষ্টা করেছি মানিয়ে নিয়ে খেলতে। ’ 

প্রস্তুতি ম্যাচে ব্যাটে-বলে দারুণ সময় কেটেছে রিশাদের। ২৯তম ওভারে ১২৫ রানে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ফেলার পর উইকেটে আসেন রিশাদ। এরপর ৫৪ বলে ৮৭ রানের ইনিংস খেলেন রিশাদ। দল পায় ৩৩৪ রানের সংগ্রহ।  

নিজের ব্যাটিং নিয়ে রিশাদ বলেন, ‘ব্যাটিং নিয়ে বলব, অনেক দিন পর লম্বা সময় ব্যাটিংয়ের সুযোগ পেয়েছি। চেষ্টা করছি উইকেটে থেকে রান করার। আর বোলিংয়ে ঠান্ডা কন্ডিশন তাই চেষ্টা করছি নিজেকে গরম রাখার। ’ 
 
‘একই সঙ্গে এটাও মাথায় ছিল, যখন-তখন বোলিং করা লাগতে পারে। মানসিকভাবে তৈরি ছিলাম। কিন্তু তারপরও অনেক ঠান্ডা। এ জন্য একটু অস্বস্তি অনুভব হয়েছিল। এ ছাড়া সব কিছু ঠিক আছে। আশা করি দল ভালো করবে। ’

বাংলাদেশ সময় : ১৩৪‌১ ঘণ্টা, ১৪ ডিসেম্বর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।