ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শরিফুলের জোড়া উইকেটে বিপাকে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
শরিফুলের জোড়া উইকেটে বিপাকে নিউজিল্যান্ড

স্বপ্নের মতো শুরু হয়েছে বাংলাদেশের। আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের প্রথম উইকেট তুলে নিয়ে শুরুটা করেন মাহেদি হাসান।

পরের ওভারেই জোড়া উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের কোণঠাসা করে দেন শরিফুল ইসলাম।  

লম্বা সময় পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নেমে প্রথম ওভারের চতুর্থ বলেই উইকেট তুলে নিলেন মাহেদি। অফসাইডে খেলার চেষ্টায় ব্যাট বাড়ালেও বল সেটি স্পর্শ না করেই আঘাত হানে স্টাম্পে। ডাক মেরেই ফিরতে হয় টিম সেইফার্টকে।  

পরের ওভারে বল করতে এসে বাজিমাত করেন শরিফুল। দ্বিতীয় বলে ফেরান ফিন অ্যালেনকে। মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন কিউই ওপেনার। পরের বলেই উইকেট বিলিয়ে দেন ব্যাট করতে নামা গ্লেন ফিলিপস। শুরুতে শরিফুলের আবেদনে এলবিডব্লিউ উইকেট না দিলেও পরে রিভিউ নেন শান্ত। তাতে দেখা যায় বল সরাসরি আঘাত হানে স্টাম্পে।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৮ রান।  

এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।