ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে সিলেট

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
টস জিতে ব্যাটিংয়ে সিলেট

টানা হারে খাদের কিনারে চলে গেছে সিলেট স্ট্রাইকার্স। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে এবার তারা মুখোমুখি জয়ের ধারায় থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের।

বিপিএলের ১৩তম ম্যাচে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে সিলেট।

এ ম্যাচে অলরাউন্ডার বেন কাটিংকে একাদশের বাইরে রেখেছে সিলেট। অন্যদিকে গত ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সে দলকে জেতানো অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার এই ম্যাচে চট্টগ্রামের একাদশে নেই। তার জায়গায় সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার টম ব্রুস।

চার ম্যাচে তিন জয়ে পয়েন্ট তালিকার দুইয়ে আছে চট্টগ্রাম। আর তিন ম্যাচ খেলে সবগুলোতেই হেরে টেবিলের তলানিতে আছে সিলেট।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (একাদশ): আভিশকা ফার্নান্দো, তানজিদ হাসান, শাহাদাত হোসেন, নাজিবুল্লাহ জাদরান, শুভাগত হোম (অধিনায়ক), টম ব্রুস (উইকেটকিপার), সৈকত আলী, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন, বিলাল খান।

সিলেট স্ট্রাইকার্স (একাদশ): নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন (উইকেটকিপার), রায়ান বার্ল, আরিফুল হক, জাকির হাসান, হ্যারি টেক্টর, সামিত প্যাটেল, দুশান হেমন্ত, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।