ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঢাকার ব্যাটিংকে ‘লজ্জাজনক ব্যাপার’ বলছেন মোসাদ্দেক

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
ঢাকার ব্যাটিংকে ‘লজ্জাজনক ব্যাপার’ বলছেন মোসাদ্দেক

সংবাদ সম্মেলনে আসার পথটাতেও মোসাদ্দেক হোসেনের মুখে ছিল হাসি। কিন্তু প্রথম প্রশ্ন শুনেই তার মুখ গম্ভীর।

নিজের ও দলের পারফরম্যান্সে তিনি কতটা অসন্তুষ্ট, দেখা মিললো তার ছাপ। চার ম্যাচে কেবল এক ম্যাচে জয় পেয়েছে তার দল দুর্দান্ত ঢাকা। সবশেষ হারটি এসেছে খুলনা টাইগার্সের বিপক্ষে।

অথচ নয় ওভারে ৭৫ রানের উদ্বোধনী জুটি পেয়েছিল তারা। কিন্তু এরপরই ২৯ রানের ভেতর ৯ উইকেট হারিয়ে ফেলে ঢাকা। ১৩০ রানের বেশি করতে পারেনি ২০ ওভার খেলে। এমন ব্যাটিংয়ের কোনো ব্যাখ্যা ছিল না ঢাকার অধিনায়ক মোসাদ্দেকের কাছেও।  

তিনি বলেন, ‘আসলে এটার কোনো ব্যাখ্যা নেই আমার কাছে মনে হয়। লজ্জাজনক ব্যাপার আমাদের জন্য। এমন একটা শুরুর পর আমরা সবাই ভাবছিলাম ১৮০-৯০ রানের মতো হবে। সে জায়গা থেকে ৫০ রানের ভেতর অলআউট হয়ে যাওয়া আসলেই খুব হতাশাজনক ব্যাপার। ’

‘শুধু মিডল অর্ডার না। আপনি দেখেন যে ওপেনারের পর থেকে ওয়ান ডাউন থেকে শুরু হয়ে আমরা যারা ব্যাট করছি আমিসহ, এত বাজেভাবে সময় যাচ্ছে এটা ব্যাখ্যা করার মতো কিছু নাই। অবশ্যই সবাই চেষ্টা করছে। আশা করছি, হয়তো সামনের ম্যাচগুলোতে ভালো হবে। ’

খুলনার বিপক্ষে ঢাকার হারটি ছিল ১০ উইকেটে। এর আগে রংপুর রাইডার্সের কাছেও ৭৯ রানে হারে তারা। প্লে অফ খেলার পথ ক্রমেই কঠিন হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটির জন্য। ধীরে ধীরে দলের ভেতরেও হতাশা ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন মোসাদ্দেক।  

তিনি বলেন, ‘একটু তো হতাশাজনক অবশ্যই। বিশেষ করে যদি আজকের ম্যাচের কথা বলি, এত ভালো একটা শুরু পাওয়ার পর  এভাবে অলআউট হয়ে যাওয়া...। এখানে বোলারদেরও কিছু করার থাকে না। ’

‘এত ভালো উইকেট, বলও খুব বেশি কিছু হচ্ছিল না। সহজ ছিল ব্যাটিং করা। এরকম সহজ পরিস্থিতিতে আমরা ব্যাট করতে পারিনি। অবশ্যই এটা হতাশাজনক ব্যাপার। এখন পর্যন্ত আশা করা যায় আটটা ম্যাচ বাকি আছে, এখান থেকে বাউন্স ব্যাক করবো। ’

আগামী ২ ফেব্রুয়ারি সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে ঢাকা।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।