ঢাকা, বৃহস্পতিবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

যাওয়ার আগে ‘মোটিভেশনাল মেসেজ’ দিয়ে গেছেন মাশরাফি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৪
যাওয়ার আগে ‘মোটিভেশনাল মেসেজ’ দিয়ে গেছেন মাশরাফি

সিলেট থেকে: দুর্দান্ত পারফর্ম করে গত বিপিএলে সাড়া ফেলে দিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। তারা খেলেছিল ফাইনালেও।

কিন্তু এবার একদমই ব্যতিক্রম চিত্র দলটির। এখন অবধি খেলা পাঁচ ম্যাচের সবগুলোতেই হেরেছে তারা। এ নিয়ে হতাশাও রয়েছে সবার মধ্যে।  

এর ভেতর রাজনৈতিক ব্যস্ততায় সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ছেড়ে গেছেন বিপিএল। তার জায়গায় নেতৃত্ব নিয়েছেন মোহাম্মদ মিঠুন। যাওয়ার আগে কি কোনো বার্তা দিয়ে গেছেন মাশরাফি? এমন প্রশ্নের জবাব দিয়েছেন পেসার রেজাউর রহমান রাজা।

তিনি বলেন, ‘অবশ্যই মাশরাফি ভাই যেহেতু আমাদের অধিনায়ক ছিলেন, যাওয়ার আগে আমাদের মোটিভেশনাল মেসেজ দিয়ে গেছেন। এমন ক্রিকেটে হতেই পারে। আর যেহেতু সাত ম্যাচ বাকি, আমাদের ম্যাচ বাই ম্যাচ ফোকাস করাটা আসলে জরুরি। ’

নতুন অধিনায়ক মোহাম্মদ মিঠুন কি কিছু বলেছেন? মাশরাফি বলেন, ‘এখনও পর্যন্ত উনার সঙ্গে আমাদের বসা হয় নাই। মাশরাফি ভাই গতকাল মনে হয় গেছেন। তো মিথুন ভাইয়ের সঙ্গে মিলে সবাই আজকে অনুশীলন করেছে। টিম মিটিংয়ে হয়তোবা আমাদের কথাবার্তা হবে। ’
 
নিজেদের ষষ্ঠ ম্যাচে শুক্রবার দুপুরে দুর্দান্ত ঢাকার বিপক্ষে লড়বে সিলেট। ঢাকাও ৪ ম্যাচে জিতেছে কেবল একটিতে। পয়েন্ট টেবিলের তলানির দুই দলের লড়াই দিয়েই জয়ে ফেরার আশা রাজার।  

তিনি বলেন, ‘আমাদের যে পাঁচটা ম্যাচ গেছে, আমরা জয়ের জন্যই মাঠে নামছি। দুর্ভাগ্যবশত হয় নাই। আমাদের অবশ্যই আশা থাকবে, আগামীকাল আমরা জয়ের জন্য নামবো। মাঠে যদি ভালো খেলতে পারি, তাহলে আমরা জিতব আশা করি। ’

‘খেলাধুলায় হার জিত থাকবেই, পাঁচ ম্যাচের পাঁচটা হেরেছি, মানসিকভাবে আমরা আসলে ওরকম চিন্তা করছি না। আরও সাতটা ম্যাচ বাকি। চেষ্টা থাকবে আমরা যেন ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে পারি। ’

বাংলাদেশ সময় : ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৪
এমএইচবি/এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।