ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ফেসবুকে দুই মিলিয়ন ফলোয়ার নিয়ে রংপুর রাইডার্সের রেকর্ড

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
ফেসবুকে দুই মিলিয়ন ফলোয়ার নিয়ে রংপুর রাইডার্সের রেকর্ড

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নতুন ইতিহাস গড়লো রংপুর রাইডার্স। প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে ফেসবুকে দুই মিলিয়ন ফলোয়ারের রেকর্ড গড়েছে তারা।

আজ রংপুর রাইডার্সের অফিসিয়াল ফেসবুক পেইজে এমন চিত্র দেখা গেছে। এক ফেসবুক পোস্টে এই অর্জনের বিষয়টি জানিয়েছে রংপুর। তারা লিখেছে, 'ফেসবুকে রংপুর রাইডার্স এখন ২০ লাখের পরিবার‼️ আপনাদের ভালোবাসায় আমরা আপ্লুত - রাইডারদের প্রতি আপনাদের ভালোবাসায় প্রতিনিয়ত বাড়ছে জয়ের লড়াইয়ের পরিবার: সমর্থকদের এই ভালোবাসা আর দোয়া সঙ্গী করেই এবার সফল হবে আমাদের জয়ের লড়াই, ইনশাআল্লাহ! ' 

সামাজিক যোগাযোগের মাধ্যমেও যে বিপিএলের ব্র্যান্ডিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রংপুর; এর প্রমাণ তাদের ফেসবুক পেইজ। যেখানে দুই মিলিয়ন বা ২০ লাখ ফলোয়ার রয়েছে তাদের। এই সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। পেইজের লাইক সংখ্যা ১৮ লাখের বেশি। দ্বিতীয় স্থানে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফলোয়ার সংখ্যা ১৯ লাখ।

২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় আসরে সপ্তম ফ্র্যাঞ্চাইজি হিসেবে যোগ দেয় রংপুর রাইডার্স। পঞ্চম আসরে প্রথমবার শিরোপা জেতার স্বাদ পায় তারা। বর্তমানে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় রয়েছে শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। তাদের হাতে যাওয়ার পর ফ্র্যাঞ্চাইজির নাম পুনরায় রংপুর রাইডার্স রাখা হয়। সেই থেকে দল গঠন ও কোচিং স্টাফ বাছাইয়ে সর্বোচ্চ মান বজায় রেখে চলেছে তারা। সুযোগ-সুবিধা ও প্রচার-প্রচারণায় অনেক এগিয়ে রংপুর রাইডার্স। যা তাদের ফলোয়ার সংখ্যা বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে।

দলে বিশ্বমানের খেলোয়াড়ের উপস্থিতি ছাড়াও নিজস্ব অনুশীলন মাঠ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে রংপুর রাইডার্স। দলে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার ও জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। এবারের আসরে দলটিতে আছেন ব্রেন্ডন কিং, আজমতউল্লাহ জাজাই, মোহাম্মদ নবির মতো বিদেশি তারকা ক্রিকেটাররা। দেশি ক্রিকেট তারকাদের মধ্যে আছেন হাসান মাহমুদ, মেহেদী হাসান, শামীম হোসেন; নেতৃত্বে আছেন উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। বর্তমানে এই দলটি বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। ৭ ম্যাচের ৫ জয়ে ১০ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পয়েন্টও ৭, তবে নেট রানরেটে এগিয়ে রংপুর।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।