ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

টেস্ট ছাড়া প্রসঙ্গে তাসকিন, ‘মেডিকেল টিম ও সবার কাছেই প্রমাণ আছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
টেস্ট ছাড়া প্রসঙ্গে তাসকিন, ‘মেডিকেল টিম ও সবার কাছেই প্রমাণ আছে’

বিশ্বকাপের পর ক্রিকেট থেকে গিয়েছিলেন বিরতিতে। এরপর এবারের বিপিএল দিয়ে ফিরেছেন তাসকিন আহমেদ।

এর মধ্যেই নতুন গুঞ্জন টেস্ট ছাড়তে চান তিনি। এখানেও খবর আসছিল দুরকম।

কেউ বলেছেন তাসকিন টেস্ট একেবারেই ছেড়ে দিতে চান, কেউ বলেছেন আপাতত শুধুই আসন্ন শ্রীলঙ্কা সিরিজের জন্য। এই ধোঁয়াশা এবার কাটিয়েছেন তাসকিনই। কাঁধের চোটের উন্নতি না হওয়া অবধি টেস্ট খেলতে চান না তিনি। জানিয়েছেন, তার ইনজুরি কতটা গুরুতর এর প্রমাণ আছে বোর্ডের কাছে।

বুধবার দুর্দান্ত ঢাকার সঙ্গে সিলেট স্ট্রাইকার্স ম্যাচের পর এই পেসার বলেন, ‘আসলে আমার কাঁধে ৪৫ শতাংশ টিয়ার ছিল শেষ যখন এমআরআই করেছিলাম বিশ্বকাপের সময়। এমনকি এখনও আমার রিহ্যাব, ম্যানেজ করে করেই খেলতে হচ্ছে। আল্লাহ না করুক আরেকটু বড় টিয়ার হলে সার্জারি মাস্ট। তো সার্জারি করলে দেখা গেছে ৮ মাস থেকে এক বছর বাইরে থাকা লাগতে পারে। এরপর রিদম কেমন হবে, না হবে। ’

‘ তাই আমি বোর্ডকে জানিয়েছিলাম, আমাকে যদি একটু টেস্ট ক্রিকেট থেকে বিরতি দেওয়া যায়। তাহলে হয়তো যতদিন আমার কাঁধটা ভালো রাখা যায়...হয়তো ভবিষ্যতে যদি উন্নতি হয় তখন আবার চেষ্টা করবো। এজন্যই আসলে বলেছিলাম টেস্ট ক্রিকেট থেকে আপাতত যদি আমাকে বিবেচনা না করা হয়।  এখানে আসলে মেডিকেল টিম এবং সবার কাছে প্রমাণ আছে। এখানে লুকানোর কিছু নাই। ’

বোর্ডের কাছ থেকে কোনো উত্তর পেয়েছেন কি না প্রশ্নে তাসকিন বলেন, ‘বলছে বিপিএলের পর কোচ আসলে সবাই মিলে বসবে। ’

বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
এমএইচবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।