ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাত হাজারি ক্লাবে সাকিব, ছুঁলেন রাসেলের কীর্তিও

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৪
সাত হাজারি ক্লাবে সাকিব, ছুঁলেন রাসেলের কীর্তিও

সাকিব আল হাসানের সঙ্গে রেকর্ডের সখ্যতা দীর্ঘদিনের। এবার একসঙ্গে দুই কীর্তিতে নাম লিখিয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

 

বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ১৬ বলে ২৭ রানের ইনিংস খেলার পথে কীর্তিটি গড়েন এই বাঁহাতি ব্যাটার।

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে সাত হাজার রানের মালিক হন তামিম ইকবাল। এই এলিট ক্লাবে প্রবেশ করতে তামিমের লেগেছে ২৪২ ইনিংস। সাকিবের অবশ্য বেশি সময় লেগেছে। তাকে খেলতে হয়েছে ৪২২ ইনিংস।  

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আর কেউ ছয় হাজার রানও করতে পারেননি।  তালিকার তিনে থাকা মুশফিকুর রহিম এখন পর্যন্ত ৫৬১৯ রান করেছেন। পরের স্থানে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার রানসংখ্যা ৫৫৭৬।

দেশের গণ্ডি পেরিয়ে একটি বিশ্বরেকর্ডেও ভাগ বসিয়েছেন সাকিব। সাত হাজার রান ও ৪০০ উইকেট নেওয়া দ্বিতীয় অলরাউন্ডার তিনি। তার আগে এই কীর্তি গড়েন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।