ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কোচ-অধিনায়ক নয়, নিজের প্রস্তুতি নিজেই নেন নিশাম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৪
কোচ-অধিনায়ক নয়, নিজের প্রস্তুতি নিজেই নেন নিশাম

তাকে গ্যালারি থেকে ডাকা হলো অনেকক্ষণ। জিমি নিশাম সাড়া দিলেন না কাউকেই।

ঠিক সংবাদ সম্মেলন কক্ষে ঢোকার পথে হাত নাড়ান দর্শকদের উদ্দেশ্যে। গত কয়েক ঘণ্টা তার জন্য ছিল ভীষণ ব্যস্ততার। নিউজিল্যান্ড থেকে উড়ে এসেছেন বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলতে।  

শুক্রবার এসে শনিবার ম্যাচ খেলেছেন। শুধুই কি খেলেছেন? ব্যাট হাতে ২৬ বলে ৫১ রানের পর বল হাতে দুই উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন। হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়। এত দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিলেন কীভাবে? এর উত্তরে নিশাম জানিয়েছেন, নিজের প্রস্তুতিটা নিজেই নেন তিনি।

নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার বলেন, ‘এটা দুনিয়ার অন্য যেকোনো জায়গার মতোই। আপনার স্কাউটিং মিটিং থাকবে, প্রতিপক্ষের বোলার ও ব্যাটারদের ভিডিও আছে। সত্যি বলতে, পেশাদার হিসেবে এটা অনেকটা ব্যক্তিগত দায়িত্ব। নিজের প্রস্তুতি নেওয়া, বোঝার চেষ্টা করা সামনে কী আছে। ’  

‘কোচ, সহকারী কোচ বা অধিনায়কের বিষয় না যে আমাকে বলবে কীভাবে প্রস্তুতি নিতে হবে খেলার জন্য। এটা ব্যক্তিগত দায়িত্ব। আমাদের কাছে আঙুলের চাপেই সব ধরনের প্রযুক্তি আছে এখানকার দিনে। এতে দলের বিশ্লেষণ করা যায়, যেখানে আপনি কিছু ক্রিকেটারের সঙ্গে পরিচিত থাকবেন, কারো সঙ্গে নয়; এটা আসলে আপনার নিজের খেলাটা খেলার বিষয়। নিজের ওপর আস্থা রাখা, সেটাই আজ কাজ করেছে। ’

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে রংপুর রাইডার্সের একাদশে থাকা চার বিদেশি ক্রিকেটারই ছিলেন নতুন। এদের মধ্যে রিজা হেনড্রিকস ও ইমরান তাহির এসেছেন শুক্রবার সকালেই। নিশাম এসেছেন একদিন আগে। এসব বাস্তবতা মেনে নিয়েই খেলছেন বলে জানান কিউই অলরাউন্ডার।

তিনি বলেন, ‘আমার মনে হয়, এটা নতুন কিছু না। গত কয়েক বছরে ক্রিকেটের সঙ্গে ভ্রমণ আরও বেশি জড়িয়ে গেছে, এক জায়গায় থেকে অন্য জায়গায় যাওয়া; টুর্নামেন্ট জেতা। তো এটা এমন কিছু যেটা আমি আগেও করেছি, আমরা এটার সঙ্গে পরিচিত। ’

‘এখানে শুধু অতীতে এ ধরনের কন্ডিশন খেলার অভিজ্ঞতা কাজে লাগানোর ব্যাপার। আর নিজেকে ৫-১০ বল সময় দেওয়া শুরুর থেকে মারার চেষ্টা না করে। আমাদের প্রথম তিন ব্যাটার যে মোমেন্টাম দিয়েছে প্রথম ১০ ওভারে, সেটা আমাকে ও অন্যদের সময় নেওয়ার সুযোগ দিয়েছে। যেটা দলীয় ক্রিকেট খেলারই অংশ। ’

বাংলাদেশ সময় : ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।