ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘সাকিব চোখে না দেখলেও বল করতে পারবে, এজন্য ভালোও থাকবে’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
‘সাকিব চোখে না দেখলেও বল করতে পারবে, এজন্য ভালোও থাকবে’

জিমি নিশামকে নিয়ে আগ্রহের কমতি নেই কারও। দুনিয়াজুড়ে খেলে বেড়ান।

আলো ছড়ান ব্যাটে-বলে। এবারের বিপিএলে নিশাম খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। ফ্র্যাঞ্চাইজিটিতেই তার সতীর্থ সাকিব আল হাসান। অনেকদিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন এই অলরাউন্ডার।  

যদিও ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম করেছেন সাকিব। সবশেষ ম্যাচেও ৩১ বলে ৬৯ রানের ইনিংস খেলেন। তার চোখে সমস্যা নিয়ে প্রশ্নে বৃহস্পতিবার জিমি নিশাম কিছুটা মজাই করেছেন। কিউই তারকার বিশ্বাস, চোখে না দেখলেও বল করতে হবে না সাকিবের।  

তিনি বলেন, ‘আমি জানি না। কয়েক দিন আগে তাকে দেখেছি, এটা হয়তো তাকে সাহায্যই করবে (হাসি)। আমার মনে হয়, এক চোখ তার জন্য কাজটা সহজই করে দেবে! সে অবশ্যই অবিশ্বাস্য ক্রিকেটার। সত্যি বলতে জানি না তার চোখে কী হচ্ছে। ’

‘এখনই প্রথম তার কথা শোনলাম। সে যা করছে, সেটিই করে যেতে হবে। কারণ অবশ্যই কোনো কাজ করলে তার পারফরম্যান্স সহজ হয়ে যায়। হয়তো এমনকি চোখে নাও দেখে, তখনও বল করতে পারে, এজন্য তখনও ভালোই থাকবে। ’

এবারের বিপিএলের শুরুর দিকে সাকিব চোখের সমস্যার জন্য ভালো কিছু করতে পারেননি। তবে যত সময় যাচ্ছে ততই দলের জন্য কার্যকরী একজন হয়ে উঠছেন সাকিব। বল হাতেও ৮ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট।

এ নিয়ে নিশাম বলেন, ‘সে আমাদের জন্য অসাধারণ ছিল। তার থাকাটা দুজন থাকার মতো। সে অন্যতম সেরা ব্যাটার ও বোলার। তো এটা বড় সুবিধা আমাদের দলে থাকায়। আর সে গত কয়েক ম্যাচে আমাদের জন্য দারুণ পারফর্ম করছে। আশা করি ফাইনাল অবধি এটা সে ধরে রাখতে পারবে। ’

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।