ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে পান্ডিয়া, নেই গিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৪
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে পান্ডিয়া, নেই গিল

ব্যাটিং-বোলিং দুটোতেই ভুগছেন ফর্মহীনতায়। একইসঙ্গে অধিনায়ক হিসেবেও সময়টা ভালো কাটছে না।

তার অধীনে এবারের আইপিএলে ৯ ম্যাচ খেলে মাত্র তিনটি জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তাই গুঞ্জন ছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নাও থাকতে পারেন হার্দিক পান্ডিয়া। তবে সব গুঞ্জন উড়িয়ে এই অলরাউন্ডারের ওপর ঠিকই আস্থা রেখেছে ভারত। শুধু তা-ই নয়, বিশ্বকাপে অধিনায়ক রোহিত শর্মার ডেপুটি হিসেবে থাকছেন তিনি।

বিশ্বকাপের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। যেখানে জায়গা মেলেনি তরুণ ওপেনার শুভমান গিলের। তবে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে তাকে।  

বিশ্বকাপ দিয়েই দেড় বছর পর জাতীয় দলে ফিরেছেন ঋষভ পন্থ। ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর এবার আইপিএল দিয়ে মাঠে ফেরেন তিনি। ব্যাট হাতে আছেন ছন্দে। দিল্লি ক্যাপিটালসের হয়ে ১০ ম্যাচের তিনটিতে ফিফটি করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।  

এছাড়াও দলে জায়গা করে নিয়েছেন দারুণ ফর্মে থাকা সাঞ্জু স্যামসন ও শিভাম দুবে। আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হবে বিশ্বকাপ। এ গ্রুপে থাকা ভারতের প্রতিপক্ষ হিসেবে আছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র। আগামী ৫ জুন নিউইয়র্কে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে রোহিত শর্মার দল।  

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, সাঞ্জু স্যামসন, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ।

রিজার্ভ: শুভমান গিল, রিংকু সিং, খলিল আহমেদ ও আভেশ খান।


বাংলাদেশ সময়:  ১৬২৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।