ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ক্রিকেট

বার্ষিক হালনাগাদ শেষে র‍্যাংকিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া, আগের অবস্থানেই বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, মে ৩, ২০২৪
বার্ষিক হালনাগাদ শেষে র‍্যাংকিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া, আগের অবস্থানেই বাংলাদেশ

বার্ষিক হালনাগাদ শেষে আইসিসি টেস্ট দলের র‍্যাংকিংয়ে এসেছে পরিবর্তন। যেখানে ভারতকে হটিয়ে শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া।

২০২১ সালের মে মাস থেকে চলতি বছরের মে পর্যন্ত এই হালনাগাদ করা হয়েছে। এই সময়ে ৩০ ম্যাচ খেলে ১২৪ রেটিং পয়েন্ট করেছে অজিরা। যা দুইয়ে থাকা ভারতের চেয়ে ৪ পয়েন্ট বেশি।

সেই ভারতকে হারিয়েই গত বছরের জুনে ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতে অস্ট্রেলিয়া। মে ২০২১ থেকে মে ২০২৩ পর্যন্ত ম্যাচের ফলাফলকে ৫০ শতাংশ এবং পরের এক বছরের ম্যাচের ফলাফলকে শতভাগ বিবেচনা(পয়েন্ট) করে হালনাগাদ করা হয়েছে। যদিও বাংলাদেশের কোনো পরিবর্তন হয়নি। ১৭ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ের নয়ে আছে টাইগাররা।

একই অবস্থা ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়েও। যেখানে যথাক্রমে আট ও নয়ে আছে বাংলাদেশ। টেস্টে শীর্ষস্থান হারালেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সিংহাসন ধরে রেখেছে ভারত।

আইসিসি দলীয় র‍্যাংকিং (সেরা দশ) : 
 

টেস্ট ওয়ানডে টি-টোয়েন্টি
অস্ট্রেলিয়া (১২৪) ভারত (১২২) ভারত (২৬৪)
ভারত (১২০) অস্ট্রেলিয়া (১১৬) অস্ট্রেলিয়া (২৫৭)
ইংল্যান্ড (১০৫) দক্ষিণ আফ্রিকা (১১২) ইংল্যান্ড (২৫২)
দক্ষিণ আফ্রিকা (১০৩) পাকিস্তান (১০৬) দক্ষিণ আফ্রিকা (২৫০)
নিউজিল্যান্ড (৯৬) নিউজিল্যান্ড (১০১) নিউজিল্যান্ড (২৫০)
পাকিস্তান (৮৯) ইংল্যান্ড (৯৫) ওয়েস্ট ইন্ডিজ (২৪৯)
শ্রীলঙ্কা (৮৩) শ্রীলঙ্কা (৯৩) পাকিস্তান (২৪৭)
ওয়েস্ট ইন্ডিজ (৮২) বাংলাদেশ (৮৬) শ্রীলঙ্কা (২৩২)
বাংলাদেশ (৫৩) আফগানিস্তান (৮০) বাংলাদেশ (২৩১)
জিম্বাবুয়ে (২৩) ওয়েস্ট ইন্ডিজ (৬৯) আফগানিস্তান (২১৭)

 

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, মে ৩, ২০২৪

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।