ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়ে স্টার্ক যা বললেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, মে ৪, ২০২৪
‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়ে স্টার্ক যা বললেন

আইপিএলের শুরু থেকেই আলোচনায় মিচেল স্টার্ক। হবেনই বা না কেন! আসরটির ইতিহাসের সর্বোচ্চ দাম (২৪.৭৫ কোটি রুপি) দিয়ে বাঁহাতি এই অজি পেসারকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।

কিন্তু চড়া দাম পেলেও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি স্টার্ক। প্রথম ৮ ম্যাচে ওভারপ্রতি প্রায় ১২ ছুঁইছুঁই রানে কেবল ৭ উইকেট নিয়েছেন তিনি।

গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে অবশ্য আলো ছড়িয়েছেন স্টার্ক। ৩৩ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বললেন আলোচিত-সমালোচিত ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়েও।  

বাঁহাতি এই পেসার বলেন, ‘ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মের কারণে খেলায় কিছুটা বদল এসেছে। সকলেই ব্যাটিংয়ের গভীরতা বাড়ানোর ও বোলিং একাদশ সাজানোর সুযোগ পায়। কোনো দল যখন ৮ বা ৯ নম্বর পজিশন পর্যন্ত ব্যাটার ও ব্যাটিং অলরাউন্ডার খেলানোর সুযোগ পায়, তখন সেটা বেশ লম্বা ব্যাটিং লাইনআপ। ’

আইপিএলে ৯ ম্যাচের ভেতর ৩ ম্যাচে ৫০ এর বেশি করে রান দিয়েছেন স্টার্ক। এর পেছনে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মেরও প্রভাব আছে বলে মনে করেন তিনি। বাঁহাতি এই পেসার বলেন, ‘আইপিএলে পাওয়ারপ্লেতে ভরডরহীনভাবেই রান তুলছে ব্যাটাররা। অবশ্যই এখানে ভালো ব্যাটিং হচ্ছে। আমাকে ভুল বুঝবেন না, শুধু ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের প্রভাব ছাড়াও কিছু দুর্দান্ত স্কোরিং, পার্টনারশিপ এবং ব্যাট হাতে কিছু ব্যক্তিগত প্রতিভা দেখে গিয়েছে। ’

‘টি-টোয়েন্টি ক্রিকেটে সবসময় নিজের মনমতো কিছু করা যায় না। অবশ্যই আমি শুরুটা আরও ভালো করতে চেয়েছিলাম। কিন্তু আমিই একমাত্র বোলার নই যে রান খরচ করেছে। যা হওয়ার তা-ই হয়েছে। আমরা এখন টেবিলের দুইয়ে আছি এবং সামনে কিছু গুরুত্বপূর্ণ ম্যাচের দিকে এগিয়ে যাচ্ছি। ভালো ক্রিকেট খেলছি আমরা, আশা করি আমিও এর অংশ হতে পারব। ’
 
আইপিএলের পরপরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম না থাকায় সেখানে দলের একাদশে ভারসাম্য বজায় থাকবে বলে মনে করছেন স্টার্ক।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নেই, তাই  সেটা রান তোলার ক্ষেত্রে প্রভাব ফেলে কি না তা দেখার বাকি আছে এখনো। আমি মনে করি, সম্ভবত প্রভাব ফেলবে। লোকে দলের ভারসাম্য নিয়ে কথা বলবে যেখানে আপনি চাইলেই দলে কাউকে ঢোকাতে পারবেন না। অলরাউন্ডারদের গুরুত্ব দেওয়া হবে। অধিনায়কদের কৌশলগতভাবে আরও বেশি ভাবতে হবে। কারণ তখন একাদশে কেবল ১১ জনকে নিয়েই খেলতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মে ৪, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।