ভারতীয় সিনেমার প্রতি তার ঝোঁক বেশ প্রবল। বলিউড তো বটেই তামিল, তেলুগু ভাষার সিনেমাও দেখেন তিনি।
সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের এক পডকাস্টে এমনটাই বলেছেন ওয়ার্নারের সতীর্থ জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। আইপিএলে সুযোগ পেয়ে দারুণ ছন্দে আছেন এই তরুণ ওপেনার। উপহার দিয়ে যাচ্ছেন একের পর এক বিধ্বংসী ইনিংস। স্বদেশি ওয়ার্নারের সঙ্গে একই দলে খেললেও বরং তাকে ভারতীয় বলেই মনে হয় তার কাছে।
ম্যাকগার্ক বলেন, ‘তাকে অস্ট্রেলিয়ানের চেয়ে ভারতীয়ই বেশি মনে হয়। এটাই আমি তাকে বলেছি। তিনি ৭০ ভাগ ভারতীয়, ৩০ ভাগ অস্ট্রেলিয়ান। ’
টেস্ট ও ওয়ানডে ক্রিকেট ছেড়েছেন কিছুদিন হলো। তবে খেলে যাচ্ছেন টি-টোয়েন্টি। বয়সের ভারে ডেভিড ওয়ার্নারের ক্যারিয়ার এখন পড়তির দিকে। কিন্তু নতুনদের জন্য অভিজ্ঞতার ঝুলি খুলে দিতে সদা প্রস্তুত তিনি। তাই ম্যাকগার্কের চোখে বাঁহাতি এই ওপেনার বেশ নিঃস্বার্থ মানুষ।
ম্যাকগার্ক বলেন, ‘আমি যাদের সঙ্গে মিশেছি, তাদের মধ্যে অন্যতম নিঃস্বার্থ মানুষ তিনি। সবার জন্য সবসময়ই সময় থাকে তার। তিনি সবাইকে যেকোনো সময় সাহায্য করতে চান। প্রতিটি হোটেলেই আমার থেকে দুই রুম দূরে ছিল তার রুম। প্রত্যেকদিন সকালে আমি তার রুমে গিয়ে কফি পান করি। ’
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মে ৪, ২০২৪
এএইচএস